Sunday, November 21, 2021

কবি তৈমুর খান-এর একটি কবিতা

 সংশয়ের সিলেবাস 



নিজেকে গড়ানোর প্রক্রিয়া কী

সমাজের কীভাবে উন্নতি হবে

কল্যাণ কল্যাণ বলে যাকে ডাকি

সে কি প্রকৃত কল্যাণ?

এসবই সংশয়ের সিলেবাস

রোজ সূচিপত্র দেখে দেখে

ধ্বংসাবশেষ হাতড়াই

সময়ের মরালাশ বজ্রের আলোয় চকচকে

বিভূতি উড়িয়ে দেখি শুধু হাড়

বেঁচে থাকা যদি নদীর মতো হয়

বিশ্বাস যদি পাহাড়ের মতো

তাহলে ধ্বংসাবশেষই সংশয়

আলো জ্বেলে কিছুই দেখা যায় না

অথচ অন্ধকারে স্পষ্ট হয় কল্যাণের মুখ।

No comments: