কবি অভিজীৎ ঘোষ -এর একটি কবিতা
চাওয়া-পাওয়া
চাইলি কেন হাসনুহানা,ভাবছি
তোকে গোলাপ দেবো;
বাইক চড়ার সখ ছিল তোর,
পক্ষীরাজে সঙ্গে নেবো।
খেয়াল বশে বায়না সেদিন,প্যারিস
নাহয় ফ্রান্সে যাবি;
নিয়ে গেলুম নরওয়ে, বললি
সেথায় ফুচকা খাবি।
আবার প্রাণে শখ ছিল তোর
নাইতে যাবি নায়াগ্রাতে,
স্নানের শেষে মিশর যাবি
প্রখর রোদে চুল শুকাতে।
যেতেই হলো আফ্রিকাতে
তোরই অভিমানের বশে,
ফিরতে হলো অস্ট্রেলিয়ায়
প্রেম-পিরিতির দারুণ জোশে।
আমার শুধু চাওয়ার ছিল
তোর সঙ্গ দু-দশ জনম;
হৃদয় ভরা সেই ক্ষতটা, ঢাকতে
যে তুই লেপলি মলম।
Comments