কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা
কবিতা
কে লিখছে কবিতা!
কে তাকে নিয়ে সহবাস করছে!
কে ভাবছে কবিতা তার প্রাণ
কেউ ভাবছে রোজগারের তকমা
কেউ কি ভাবছে পরবর্তী প্রজন্মের কথা!
শুধু নিজের প্রচারে মাথা দিয়ে বড় বড় কথা--
কবিতা হচ্ছে না। তাই পৃথিবী ভিজছে না।
ভিজতে চায়না। কেননা, যে কবিতা লিখলো,
সে তো কবি নয়, সে পর্যটক মাত্র।
বাংলায় এখন কবি হবার জন্যে শুধু
অসম্ভব মাতলামি! কবিতা হচ্ছে না।
কবিতা বেঁচে নেই। বাঁচানোর চেষ্টাও নেই।
কবি ত্বড়িৎ বন্দোবস্তের পহসনে কবির
গলদ আঁতলামি-- কবিতাকে করছে একলা হবার সাহস। কবিতা খুন হচ্ছে কবিতার সন্তানের হাত ধরেই-- একটাও কবিতা হচ্ছে না।
কোনো বক্তব্য নেই। কোনও ম্যাসেজ নেই।
শিশুদের খাদ্য নেই-- এগুলো শুধু নেশা গ্রস্ত
মানুষের শিৎকার মনে হচ্ছে!
কবিতা পুড়ছে, পুড়বে। চিতায় নাকি শূন্যে!
কে রুখবে এই ধ্বংসের চিহ্ন!
Comments