কবি নবকুমার -এর একটি কবিতা

 ভাই ফোঁটা 




অন্যান্য দিনের প্রাত্যহিক সূচী

ভেঙে ভোরে উঠে বাথরুমের জলে

সমস্ত ময়লা ঘষে ঘষে উঠিয়ে

পরিশুদ্ধ হয়ে উঠি ।

তারপর নতুন পা'জামা-পাঞ্জাবি পরে 

দাঁড়িয়ে থাকি বাসস্টপে

যেন কারও অপেক্ষায় ---।


বাস-টোটো থামে--

হুড়মুড়িয়ে নেমে পড়ে শত শত শত ভাই-বোনেরা

মিষ্টির দোকানেও ব্যস্ততা চরম ।

আমি দাঁড়িয়ে থাকি

আর ঝলকে ঝলকে পাড় ভাঙে

অতীতের স্মৃতিগুলো ---।

চারদিকে এত ভাই-বোন--

কেউ তো কারও ভাই-কেউ তো বোন

একথা বোঝেনা মানুষ --

তাই শ্বাপদ হাত রক্তে মাখাতে চায় আঙুল !


আজকের দিনে তুই চন্দন ঘষে ধান-দূর্বা-শঙ্খ

প্রদীপ জ্বালিয়ে দাদাদের অপেক্ষায় থাকতিস ।


আজ কেউ নেই-

আমার কপাল শূন্য--কাঁদি

চোখের জলে তোর অতীতের ফোঁটাগুলি 

টিপ টিপ জ্বলে ভরে দেয় আমার কপাল ,

তোর স্নেহের ভাইফোঁটা ...

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ