লেখক আশীষ কুন্ডু -এর একটি গল্প
দেবী
"চাপ নিয়ো না বস্, "- ঘাড় ঘুরিয়ে বললো বউ।
আজ মেয়ের ফিজ্ জমা দেবার শেষ দিন। অমল সবে অবাক হতেই রীণা তার হাতে গুঁজে দিলো, পাঁচশো টাকার বান্ডিলটা। টাকা জমা দিয়ে দোলাচলে পড়লো অমল। এতদিন যাকে পকেটমার মনে করে অশান্তি করেছে, তাকে এখন দেবী ভাবার চেষ্টা করতে হবে।
Comments