Sunday, November 14, 2021

কবি তহিদুল ইসলাম -এর একটি কবিতা

 ওদের বলে দিও 



ওদের বলে দিও

কবরের উপর যে গাছটি জন্মিয়েছে

তা একটা পথশিশুর।


মায়ের উপর পাশবিক অত্যাচারে-

আমার জন্ম।যদিও মা'টা বোবা ছিলো-

তাঁর চোখের জলে ভেজা কথাগুলো আমি পাঠ করেছি।


দিনের আলো প্রথম দেখা- জীবন সংগ্ৰামে 

সমাজের এঁটোকাঁটা আমার একমাত্র হাতিয়ার

ফুটপাত শয্যা পরিত্যক্ত নরম বালিশে।


স্কুলে আলাদা করে ভর্তিবই,কলম,

পাশে একটা ঘর- এর কিছুই ছিলো না

তাই তো পড়াটা আমার আর হয়ে উঠেনি।


একটা চাকুরির জন্য

আমি দ্বারে দ্বারে গিয়েছি ।

তারা আমাকে ফিরিয়ে দিয়েছে শূন্য হাতে।


পেটে পাথর বেঁধে কতো রাত কাটিয়েছি।

একদিন ঠিক করলাম ,এ কষ্ট নিবারণের 

ওমা! ওরা আমার বার্থ সার্টিফিকেট চাইলো।


ওদের বলে দিও


No comments: