কবি রানা জামান -এর একটি কবিতা

 ময়ূর

    


পালক খসিয়ে চলে যায় ময়ূর সুদূরে

মুঠো ফসকে; চড়ুই সামান্য দানাপানি

খেয়ে খড়ের বাসায় থাকে ঘুমিয়ে; পেছনে

ফাইভস্টার হোটেলের খাদ্যের সুবাসে

জিভ থেকে লালাটা ঝরায় না টোকাই

প্রাকৃতিক নিয়মে ঘাসের ডগায় শিশির

বসে পাওনাটুকু বুঝে নেয়

সূর্যালোক থেকে; কৃষকের উদাসিনতার

সুযোগে কিটানু হুল বসায় কোলের

ফসলে; গ্রহণ লাগে ভরা পূর্ণিমায়

দিন যায় রাত আসে; এর চক্রে

প্রতিনিয়ত কতক তারা খসে; কিছু অনাঘ্রাতা

গাড়িতে আগুন লাগিয়ে ধরায় সিগারেট।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ