কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা
জল শুকিয়ে যায়
কখনও কখনও আগুন কে
খায় মানুষ নির্লজ্জ নির্লিপ্ত নির্মমতায়
নিসপিস করে মনের ভেতরে ঘুনপোকা
অস্তিত্ব অস্বীকারে চোখ থেকে রক্ত ঝরে পড়ে
কৃষ্ণ ধূসরতা রূপান্তরে মায়াবী যন্ত্রণায় কাতরায়
আগুন ধুয়ে মুছে দেয় অস্তিত্ব
সেখানে দীর্ঘশ্বাস নুয়ে পড়ে বিতৃষ্ণায়।
ধর্ষিতার ধর্ষণ হওয়াই ঠিক নিদেন দেয়
গেরুয়া রঙের জীবন্ত রামেরা
বাতাসে ওড়ে সভ্যতার ছাই
জীবনের ভঙুর অহংকার ছুঁয়ে থাকে অন্ধকার
ছুঁয়ে দেয় সৃষ্টির ইতিহাস সংগোপনে।
আগুনই ছিল প্রাণের সৃষ্টির ঐতিহ্যের
একান্ত প্রচেষ্টার নিয়ামক সেদিন --
আগুনই শেষ করে মানুষের ঔদ্ধত্য ছাই হয়ে
জল শুকিয়ে যায় সময়ের ক্যানভাসে।
Comments