কবি হর্ষময় মণ্ডল -এর একটি কবিতা
মরে গেলে আর কি থাকলো
মৃত্যুতে নিয়ে গেল যা
তার হিসাব তো
মৃত্যু পরে জানতে পারি না
কে চড়াবে ফুল কে রাখবে মনে
সেই কথা যদি হয়ও বা সঙ্গোপনে
আমার কি!
যত দিন বাঁচি যেন উন্নত শীর
না হয় নত
ভুলে যেন যাই যত আঘাত ও ক্ষত
ভালো বাসি যেন নিরবধি
জানি চাইলেও পাবো না কিছুই
পাবো শুধু যা লিখেছে বিধি।
Comments