Monday, November 22, 2021

কবি অভিজিৎ দত্ত -এর একটি কবিতা

 মৃত্যু



হে পথিক করিও স্মরণ 

জীবনের শেষে আসবে মরণ

মৃত্যু জীবনের চরম সত্য 

অথচ এই সত্যটিকে আমরা

কেন ভুলে যায় অবিরত?


লোভ,হিংসা,মারামারি

একে অপরকে বঞ্চিত করার জন্য 

করি শুধু বাড়াবাড়ি 

এমন কী এজন্যই পিতামাতাকে 

পর্যন্ত ছাড়তে হয়েছে ঘর-বাড়ি।


মানুষের দুর্নীবার লোভ

গ্রাস করেছে সবকিছু

অথচ কিছুই যাবে না সঙ্গে

কবে বুঝবে মানুষ এই সত্য?


অন্যায়, অবিচার, দেবেন,হিংসা 

সবই লোভ পেতো

যদি মৃত্যুভয় স্মরণে থাকতো।

মানুষের বিবেক যদি হয় জাগ্রত 

সব অন্যায় হবে পরাভূত।

মৃত্যুকে গ্রহণ করো হাসিমুখে

মৃত্যুঞ্জয়ী হয়ে যাও

শুভ কার্যের সাথে।

No comments: