Sunday, November 14, 2021

কবি মিঠুন রায় -এর একটি কবিতা

 এক ফালি চাঁদ 



এক কিশোরী চাঁদ 

আমার সাথে ভাব জমাতে চায়,

তার আঁচল ভর্তি জোৎস্না রাশি বারান্দায় এসে পড়েছে।

মনের মাঝে ঘর বাঁধতে বারবার অপ্রত্যাশিত ভাবে ছুটে আসে,

সেও মাটির ঘ্রাণ খুঁজতে চায়

অধরের চুম্বন আর মিষ্টি প্রেমের যুগলবন্দী কল্পনা করে।

অথচ আমি চাই বাস্তুহীন 

রৌদ্র গন্ধ মেশানো কামহীন এক ফালি চাঁদ।

No comments: