Monday, November 29, 2021

কবি আবদুস সালাম -এর একটি কবিতা

 কৌশল বিষয়ক



সভ্যতার রকেটে চড়ে বিষ্ফোরণের কবিতা লিখি

ছন্নছাড়া শব্দগুলো অনাথ হলে আনকোরা ইতিহাস শিখি


দীর্ঘ পথের অনুভূতি ছুঁয়ে যায় হৃদয় কথা

বিবেকের ক্ষয়িষ্ঞু সূর্য ছায়া ফেললে মরমী বাতাসে বাজে তা


সভ্যতার পঙ্কিল অভিমান ডিগবাজি খায় অনাদরে

বিষাক্ত রক্ত কনিকা জাগে,ব্যস্তানুপাতিক ইতিহাসের গহবরে


ইতিহাসের ঐতিহ্য পাল্টে যায় দহনের বেড়াজালে

জন্ম দাগ ধূসর হয় প্রয়োগশালার কূটচালে

রক্তে মিশে অবিশ্বাস, লাজুক নগর আজ ভাঙনের কবলে

মোহময় অন্ধকার তাকিয়ে আছে , জাতিতত্বের বেড়াজালে।

No comments: