চঞ্চল
নদীর মতোই কখনো চঞ্চল
কখনো বা রক্তস্রোতে প্রাণ পাখি
ঘাসের গোড়ায় মুখ নেই শূকরের মতো।
সমগ্র শরীরে গঙ্গা বয়ে যায়
পাথর স্পর্শ করি কখনো
অথচ পারি নি আকাশের শিষ্য হতে।
দুহাতে মেখেছি চন্দ্রাণু কখনো
মাদুর বুনেছি মনের কাঠি মিশিয়ে
তবুও গ্রীষ্মের প্রখরতা ঢাকিনি ছত্রছায়ায়।
আমি চঞ্চল হরিণের মতো
চতুর্থ অবতারের বিষ্ণু ভক্ত কখনো
ধ্বংসের মাঝে শান্তি মানি নি তবুও।
No comments:
Post a Comment