অজান্তে
রীতিমতো উচ্ছ্বাসের
প্লাবন বয়ে গেছে
আমার অজান্তে
চেনা অচেনার স্বপ্ন
নতুন মায়ায়
নতুন করে
আলোকিত করেছে
নিশ্চুপ মুহূর্তগুলো
আলোকিত আবেগ
নতুন ভাবনায়
নতুন প্রত্যাশায়
বুক ভরে দিতে চেয়েছে
নতুন মাধুরীতে
উচ্ছ্বসিত প্রলাপ
জোয়ারের বিপুল স্রোতে
ভাসিয়ে দিয়েছে
পরিবেশ পরিস্থিতি
সবই আমার অজান্তে ...
No comments:
Post a Comment