Sunday, November 14, 2021

কবি শ্যামল চক্রবর্ত্তী -এর একটি কবিতা

 বাঁচুক শৈশব 

       


বিদ্যে কোথায় অনেক ভারী?

 ব্যাগ এর বোঝা বইতে পারি?

তোমরা বলো আমরা শিশু,

হচ্ছে বিলীন শৈশবের ই।

মানছো তোমরা দিবস কত,

নামের বড়াই শৈশবের ই।

বলবে না তো আমরা শিশু!

কুটিল আর জটিল কেন।

জীবন মোদের ওষ্ঠাগত।

পুষ্টি মোদের জীবন গঠন ,

স্মৃতি মধুর বাড়বে কেমন?

ভাবনা তোমার আমরা শিশু।

ব্যাগের বোঝা কমাও দোহাই।

বাঁচুক শিশু শৈশবের ই।

No comments: