Sunday, November 14, 2021

কবি বিধান সাহা -এর একটি কবিতা

 কেমন যেন 



ধোঁয়াশা সৃষ্টির প্রকরণ

অশান্তির বাতাবরণকে

সামনে এনে দেয়


আবেশ মাখানো উচ্ছলতা

কথার যাবতীয় মারপ্যাঁচে

নতুন পরিবেশ তৈরি করে


আলোছায়া মাখানো

অস্থিরতার অসহায়তা

অস্তিত্বের সংকট তুলে ধরে


এলোমেলো কথার নির্বাচন

সুস্হিরতাকে কখনোই

মেলে ধরতে দেয় না ...

No comments: