Sunday, November 28, 2021

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 জলগান




কৌতুক জলের কাছে বিজ্ঞাপিত হই

বিম্বিত ছায়ার হাসি মিশে যায় জলে 

জলও হাসে, জলের ঔরসে

আত্মজনেষু মায়া জন্মায় অন্তরালে

জীবন সত্যের কাছে অন্ধ বাউল 

দ্যাখে শুধু জলোচ্ছ্বাস, নত অন্ধকার 

চারপাশে ভিক্ষার দেওয়াল দেওয়া ঘর

ঘরে ঘরে মুণ্ডুহীন ধড়, নিঃস্ব করতল

হাততালি তোলে ঢেউ, ভেজা অভিমান

দুপুরও ভেঙে যায়, নৌকায় প্রজ্ঞা পার হয়

কতদূর এসে তারপর জেগে ওঠে মূর্খ হৃদয়

বাঁশ ও বাঁশির কাছে তবু জল ভেজা জলগান  

No comments: