Monday, November 22, 2021

কবি সেখ নজরুল -এর একটি কবিতা

 ভালোবাসা অন্ধ




সত্যি ভালোবাসা অন্ধ,

চোখে দেখা যায় না।

মন দিয়ে অনুভব করতে হয়।।

আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন মা আমাকে না দেখেই মনে মনে অনুভব করে,আমাকে নিয়ে হাজার ছবি আঁকতেন।

আমার খোকার এরকম হবে, তার চোখ দুটো এরকম হবে, তারা হাত দুটো এরকম হবে, তার পাদুটো এরকম হবে,তার নাকটা এরকম হবে।

অনেক সময় আমরা অজানা মানুষের ছবি মনের মধ্যে এঁকে ফেলি এবং পাগলের মতো ভালোবাসি।

সত্যি ভালোবাসা অন্ধ,

চোখে দেখা যায় না,

মন দিয়ে অনুভব করতে হয়।যখন আমরা বাইরে থাকি,

মা ভাবতে শুরু করে,

আমার খোকা কিছু খেয়েছে কিনা,আমার খোকা কি করছে,,কখন বাড়ি ফিরবে।

সত্যি ভালোবাসা অন্ধ,

চোখে দেখা যায়না,,

মন দিয়ে অনুভব করতে হয়।

কাউকে দেখে তার প্রতি মন কেঁদে ওঠে,

এটা ভালবাসা নয়,,ভাললাগা।

আমরা সৃষ্টিকর্তাকে কোনোদিন চোখে দেখিনি, তবুও উনার প্রতি আমাদের মন কেঁদে ওঠে এবং দুটি হাত তুলে সব সময় উনার কাছে কিছু চাইতে থাকি।

সত্যি ভালোবাসা অন্ধ,

চোখে দেখা যায় না,

মনে দিয়ে অনুভব করতে হয়।

No comments: