Sunday, January 9, 2022

কবিতা || কাঁসার গ্লাস || চিরঞ্জিত ভাণ্ডারী

 কাঁসার গ্লাস




রোদের টিলা ভেঙে চৌকাঠে দাঁড়াই

সামনে এগিয়ে আসে একটি কাঁসার গ্লাস

কানা-উপচে আলোর মুখে শিশিরের মতো চমকায় প্রেম

আমার শরীরের প্রতিটি ঘামের ফোঁটায় ফোঁটায়

ফোটে উঠে প্রশান্তির কুসুম।

No comments: