Sunday, January 9, 2022

কবিতা || আমার মনে নেই || চাতক পাখি

 আমার মনে নেই...




আমার মনে নেই
কখন কবে উঠেছিল ঝড়
দক্ষিণের প্রান্ত থেকে।

জানিনা কখন কবে 
জাহাজের স্টেশনে 
সাইরেন উঠেছিল ডেকে।

আমার মনে নেই
কখন বিকেলের রোদ্দুর পড়ে ,
গেছে অস্তাচলে ।

জানিনা কখন কিভাবে 
ঘরে ফেরানোর ডাক ডেকে ডেকে,
 ক্লান্ত হয়ে সেও বুঝি গেছে সব ভুলে।
 
 জানিনা ,
 কখন কিভাবে 
 মনেরই খোলা জানালার প্রান্তরে,

 হটাৎ কখন কিভাবে
 জানিনা,
 খুলেছিল দ্বার অন্তরে।

আমার মনে নেই 
ছেঁড়া চিঠি আজও হয়তো পড়ে আছে
কি জানি , কোনো এক অচেনা ঠিকানায়।

আমার মনে নেই 
কবেও কি লিখেছিলাম কিছু ,
 কিছু কি ছন্দ কবিতায়।

আমার মনে নেই....

No comments: