কবিতা || যথোচিত কর্ম || পাভেল রহমান
যথোচিত কর্ম “দিবসে চন্দ্র সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল” -সম্মান বা বাঁচার লোভে এ কথা না বল। খানিক ক্ষণে মিথ্যা বলায় বহু প্রাণ রক্ষা পায়; কিন্তু হালাল নহে সকল মিথ্যা সবসময়। প্রিয়কে নয়, নিজেকে বাঁচাতে মিথ্যা বলা না যাবে কোনো মতে; তবে বন্ধু, প্রিয়কে বাঁচাতে মিথ্যা বলো নির্দ্বিধায়।