Sunday, January 2, 2022
Travelogue || Tennyson confidently utters "I will drink/ Life to the lees" ( ULYSSES) || Kunal Roy
Tennyson confidently utters "I will drink/ Life to the lees" ( ULYSSES).
Refreshingly hopeful. It was indeed an iota of optimism which seeped into His thought currents and drove His grey eyes to discover a new world! Forlornly such a wonderful metaphor carries a little significance to those who consider this life as a farce! Happiness is in fact a shadow, a chimera or an illusion to them. They opine, "More you pursue it, the further it recedes". Moreover, it is nothing but an excuse to resign to the inexorable fate. There should always be a wish to turn from the humdrum world to seek inspiration in the secret dreams of fancy and the adventures of the solitary soul.
Wanderlust has taken me to the unwonted destinations of the country. Let it be an array of snow - capped frowning mountains of Darjeeling, the beckoning of a prattling brook moving snakily through the verdant fields to intermingle with the abysmal depths of the boisterous bay or the pitch dark forests of Assam where a single ray of enlightenment is yet to be reached! But these hackneyed descriptions fail pathetically to cater to the needs and preferences unless I pour out my heart ( over a supper mellowed by wine). Right? So pay a wee bit of heed to enjoy every spark of my peregrination. I had just been to an exotic place. Puri. Popularly known as the "Land of azure sea". We reached Howrah station , say two hours before the scheduled time.
Gradually the time fleeted away but never faded! And at sharp nine - thirty, the train entered the platform piercing the veil of pregnant reticence which seemed to have engulfed the whole station. There was a sense of adventure that came upon me as I climbed aboard, bagged a window seat and settled down to wait for an endless procession of chips, gems, Fanta and Chandamama. A night journey and the time passes pleasantly enough since all of us were travelling to the same spot - Puri. The compartment was veiled with a dense fog as the men smoked through the night in some kind of male bonding way! Slowly and silently the moon renounced the mother earth and wholeheartedly allowed the misty dawn to hail us with an unbridled hedonism. And we discovered ourselves to be very close to the destination.
As the Puri express chugged in indolently on that sun - soaked breezy morning into the Bhubaneswar station, I couldn't refrain myself from peeping out through the glass windows to witness the pristine elegance of nature who has drunk the milk of paradise! Innumerable questions lurked at the corner of my heart. Whatever may be matter, we dismounted from the train and our curious eyes were looking for a cookie who would carry our luggage to the auto or rickshaw stand. The platform put on an expression of cataclysmic appeal and not a single coolie approached us to help!
All of a sudden a fattish, clean -shaven man approached us. I should have chastised him and let him go as I thought him to be a pilfer. Later I was taken aback to see the extremely needy man refusing to take pelf from us as we had a little tittle - tattle with him on our way.
It was nearly twelve o' clock we reached the hotel, located beside the sea shore only. To the intermittent calls of the unseen animals, chirping of the beautiful birds and the whisper of the breeze wafting off the sea, we drifted into a deep slumber.
The dazzling day was ready to melt into a grey afternoon, we woke up and hastily prepared ourselves to go out for a stroll on the beach. The overwhelming murmuring sea. I became a bit fretful as the hot sand of the beach stung my feet! A little boy clad in seedy drapery was seen flying a kite to derive the pleasure. Very soon my reverie was crumbled into pieces by the shrill summon of my friend to relish cream biscuits and a chalice of hot coffee. Wisps of steam were curling up from my cup, I assumed a mid - distant gaze and took a little careless sip. Gradually the day ended and the black night fell upon us, indicated the time to get back to our hotel room. A sense of excitement worked in me as I sat under the star - spangled sky! Attish played a harmonious note and the whole night swam to an infinite distance like the wink of an eyelid.
On the very next day, we planned to visit Bhubaneswar, the state capital is treated as more of a nerve centre for commercial matters, or, at the best a corporate get way. We hired a jeep, running at a dizzy speed, hoped to teach the spot by noon. The city known for its 200 odd temples are dedicated to Lord Shiva, specimens of the most spectacular engineering and artistic feats, some of them with exquisite carvings and sculptures on them are often clean forgotten by the tourist, taken in by the hype over the beaches and Lord Jagannath. In a tour which lasted three days, we managed to do the Lingaraja, Mukteswara and Rajarani - four renowned temples in Bhubaneswar- visit Udaygiri, Khandagiri ( Jain Monasteries , 2nd century B.C), boat our way around the Chilka lake and check out an obscure temple called Narayani beside a limpid little stream further down south. We even dropped at Rajhurajpur - the crafts village where artists specialise in pen drawing and etching on palm leaves. The sight overwhelmed us. We coddled our palates and did loads of shopping at the western tower market building - a busy shopping mall. Souvenir shops form a cluster around the temple areas. A classic blend of beauty and conviviality!
Visiting the shrines on the third day of our tour was a robust reason for our enchantments. The spot which renders you the golden opportunity to witness the confluence of three religions - Hinduism, Buddhism and Jainism. The popularity of this locale has enhanced with the passing away of one decade followed by another. Ample tourists pay their visit to spend a few moments of euphoria in the lap of nature.
Nothing but a simple, casual call of the nature inspired us to capture the opulence of this exotic landscape. I had no time to stare at the shimmering beauty of the God or the descending sun which at last struck the tree trunks, across, the grove filling with mealy gold light for a few minutes or look at the couples engaged in various degrees of intimacy on the beach, wetted their feet in the waves of Bay of Bengal as they cooed sweet nothing to each other!!
Poem || STRONG OATH OF 2022 || Sourav Bagchi
STRONG OATH OF 2022
We take many oaths ; at the beginning
of a new year ,
Some of them get fulfilled ;
and some remain unfulfilled.
Think in a cool brain ; we are only
responsible for that,
Who destitute earthlyland ; through our
uncountable desires.
Silently unselfish nature has filled us ;
with many things ,
Still deficiency of maturity and knowledge ;
have bonded us in desirable wish.
Inspire of being an all along tradition ;
somewhere a change is needed,
Through utilisation of our study ; we should make
out what are nessesary and which are for kink.
Lack of stable minded thinking cum unlimited
desire together create all bad incidents in this
world,
One class of people are showing influence ;
another class of people are being sunk into
deficiency.
This Post Rigvedic Age class division has
disrupted social peace and create disorder
all around the earthlyland,
Along with class division and economical
problem ; people's self fault have created
stalemate situation from 2020.
Whatever new things have been connected to our
Life during Post COVID period of 2019-21,
We need to go ahead with logic through
utilisation of those positive new things ; towards
long way of future.
Let's hope 2022 will fulfill our unfulfilled sides of
positivity in a lot through our sober intellection,
Let this stable hope to be intact among us ; that
from the very beginning of 2022 ; we and our
surroundings will be the part of an overall wellness.
Poem || Unmen Are Creative || Pavel Rahman
Unmen Are Creative
I know by thinking deep-
“All unmen are creative”
Thinking unmen whom autistic I call,
It seems they are honoured in the world.
Unmen have two kinds:
One is good, other is bad
Good and bad unhuman both are respected,
According to environment they are respected.
রম্যরচনা || অরবিন্দ সরকার || অঙ্কশেখা
অঙ্কশেখা
খাপসাডাঙা হাইস্কুলের চারিপাশে গোয়ালার বাস। স্কুলের মাঠে তারা গরু চড়ায়। বর্ষাকালে স্কুলের মাঠ গরুর পায়ে পায়ে কর্দমাক্ত। মাষ্টারমশাই ও ছাত্রছাত্রীদের খুব সমস্যা।জুতো হাতে স্কুলে প্রবেশ করে পা ধোওয়া সমস্যা। গ্রামের ছেলেমেয়েরা মাষ্টারমশাইদের বালতিতে জল নিয়ে এসে পা ধুইয়ে দেয়।তারপর আবার জল এনে নিজেদের পা ধৌত করে।
মাঠে প্রার্থনার লাইন এ সময় বন্ধ। একেবারে ক্লাসের ঘণ্টা।শিবুচরণ ঘোষ তার গোয়ালের গুজলি দিয়ে ( জানালা) স্কুলে প্রবেশ করে তাই পায়ে কাদা লাগে না।শিবু ষষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রতিবছর সিঁড়ি বেয়ে বেয়ে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে।
প্রথম পিরিয়ড অঙ্ক ।রোল কল হয়ে মাষ্টারমশাই চক নিয়ে বোর্ডে লিখতে শুরু করলেন - মাইনাসে মাইনাসে প্লাস বুঝতে পারলে?
শিবু হ্যাঁ স্যার - তাহলে প্লাসে প্লাসে মাইনাস।
মাষ্টারমশাই - ধরিলাম বা মনে করিলাম এক্স ওয়াই জেডের মান এতো--
শিবু- যদি মনে ক'রে বা ধ'রে অঙ্ক হয় তাহলে এ তো সহজ।
মাষ্টারমশাই - এক গোয়ালা দুধে জল মেশায় এক বালতিতে দুই লিটার। বালতিতে দুধ ধরে চার লিটার তাহলে জলের পরিমাণ কত?
শিবু- আপনি গতকাল পড়ালেন খাঁটি দুধ হজমে ব্যাঘাত ঘটায়।তাইতো আমার মা বিশুদ্ধ পুকুরের জল মেশায়। টিউবওয়েলের জলে ওয়াসার চামড়ার।কিসের চামড়া কে জানে? তাই জাত মারি না কারো আমরা।ওই দুধ নিতে কত মানুষের লাইন লাগে। সবাইকে তো দুধ দিতে হবে তারপর বাদবাকি আমাদের থাকে।
আমার মা সত্যিই সাক্ষাৎ অন্নপূর্ণা। কোনদিন কারো কম হয়না।
তা আপনি পড়াবেন তো ঘোষদের নিয়ে পড়লেন কেন? ভেজাল কি শুধু আমরাই দিই? জলের অপর নাম জীবন,- তাই জল মেশাই।আর ঐ যে কানুর বাবা সোনার দোকানে সোনায় খাদ দিয়ে বেচে ওটা পড়াচ্ছেন না। সেদিন আমার জ্যাঠা বঙ্কিম চন্দ্র ঘোষ এই স্কুলের সম্পাদক মারা গেলেন।আপনারা নোটিশ দিয়ে শোক পালনে স্কুল ছুটি দিলেন।কারো চোখে জল নেই , শুধুমাত্র কাগজের মাধ্যমে শোক পালন।এটা ভেজাল জালিয়াতি নয়? চোখে নেই জল শোক পালন? ছুটির আনন্দে বাড়ি চলে গেলেন!
আপনি নিজেই জ্যাঠার পায়ে ধরে মাষ্টারী নিলেন! টুকলি করে নকল করে পাশ করে এখানে মাষ্টারী নিলেন।ভাল ছেলে হলে শহরে নামকরা স্কুলে চাকরি পেতেন। আমাদের মতো ছেলেদের বোকা বানিয়ে ধরিলাম মনে করিলাম বলে অঙ্ক শেখাতেন না।আমরা ভেজাল দিই আর আপনারাও ভেজাল দেন তাই প্রতিবাদ করিনা।পায়ে ধরে চাকরি আর আজ মনে পড়ছে না জ্যাঠাকে? আমি মনে করিয়ে দিলাম। পকেটের পেনে আপনার কালি ফুরিয়ে গেলে আমরাই জল পুরে দিই কলমে রোল কলের সময়। তাহলে কি দাঁড়ালো-- সরস্বতীর কলমের কালিতেও ভেজাল। শুধুমাত্র আমার মা দুধে জল দেয় না? আপনিও জল দেন।আর কারো বাপ মায়ের দিকে আপনার নজর পড়লো না, শুধুমাত্র আমার মায়ের দিকে নজর? আপনার চরিত্রে ভেজাল আছে মনে হয়। ক্লাসের ঘণ্টা বেজে উঠলো। মাষ্টারমশাই চোখ মুছতে মুছতে স্টাফ রুমের দরজা পেরোলেন।
নিবন্ধ || ভারতের অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি - একটি কার্যকর অর্থপ্রদানের মোড || শিবাশিস মুখোপাধ্যায়
ভারতের অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি - একটি কার্যকর অর্থপ্রদানের মোড
এখন ভারতের অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি হলো একটি আধুনিক ব্যবস্থা।
এটি হল একটি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা যা পণ্য ও পরিষেবা কেনার জন্য ব্যবহার করা যেতে পারে অর্থাৎ যে কোনও প্রকৃত মুদ্রা বা বিল ব্যবহার করা হয়নি এবং সমস্ত লেনদেন অনলাইনে হয়। অনলাইন লেনদেন সম্পূর্ণ নিরাপদ তা নিশ্চিত করতে এটি শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি সহ একটি অনলাইন লেজার ব্যবহার করেছে। এখানে, আমরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত করেছি যেমন ধরন, এটি কীভাবে কাজ করে, ব্যবহার করে, কীভাবে এটি কিনতে এবং সংরক্ষণ করতে হয়।
ক্রিপ্টোকারেন্সি কি?
এটি একটি সম্পূর্ণরূপে ভার্চুয়াল মুদ্রার লাইন যা ক্রিপ্টোগ্রাফির সিস্টেমে চলে। এটি বিনিময়ের একটি বিকেন্দ্রীকৃত মাধ্যম হিসাবে কাজ করে যেখানে প্রতিটি লেনদেন যাচাই এবং সহজতর করতে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়। বিনিময়ের এই মোডটি মূলত ব্লকচেইন প্রযুক্তিতে চলে । এটি একটি পাবলিক লেজার যা একটি নেটওয়ার্কের মধ্যে সংঘটিত সমস্ত লেনদেন ধারণ করে। অতএব, নেটওয়ার্কে থাকা প্রত্যেকে প্রতিটি লেনদেন দেখতে পারে এবং অন্যদের ব্যালেন্সও দেখতে পারে।
ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে?
বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোটোর মতে, এটি একটি পিয়ার-টু-পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। এতে, এটি অনেকটা পিয়ার-টু-পিয়ার ফাইল লেনদেনের মতো, যেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রকের কোনো সম্পৃক্ততা নেই।
তাই, ক্রিপ্টোকারেন্সিগুলি একটি শেয়ার্ড লেজারে নিছক লেনদেন বা এন্ট্রি যা শুধুমাত্র কিছু পূর্বশর্ত পূরণ করার পরে পরিবর্তন করা যেতে পারে। সাধারণত, বিটকয়েন নেটওয়ার্কের মতো ব্লকচেইন প্রযুক্তিতে, প্রতিটি লেনদেনে জড়িত পক্ষের - প্রেরক এবং প্রাপক - ওয়ালেট ঠিকানা বা সর্বজনীন কী এবং এই ধরনের লেনদেনের পরিমাণ থাকে।
ক্রিপ্টোকারেন্সির ধারণা কীভাবে তৈরি হয়েছিল?
ডিজিটাল মুদ্রার ধারণাটি ৯০ এর দশকের প্রযুক্তিগত পদ্ধতির মধ্যে যথেষ্ট আকর্ষণ অর্জন করেছিল। একাধিক সংস্থা এবং প্রোগ্রামাররা মুদ্রার একটি সমান্তরাল লাইন তৈরি করতে উদ্যোগী হয়েছিল যা কোনও কেন্দ্রীয় কর্তৃপক্ষের নাগালের বাইরে হবে। যাইহোক, হাস্যকরভাবে, যে সংস্থাগুলি এই ডিজিটাল
ক্রিপ্টোকারেন্সির ব্যবহার কি?
বিগত বছরগুলোতে ক্রিপ্টোকারেন্সি যে জনপ্রিয়তা অর্জন করেছে তা ভাবার মতো। ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েন, সারা বিশ্বে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
পেমেন্ট - একটি মোড হিসাবে
প্রাথমিকভাবে, ব্যবসায়ীদের কাছে অর্থপ্রদানের মোড হিসাবে বিটকয়েনের সামান্য মূল্য ছিল। যাইহোক, সময়ের সাথে সাথে, রেস্তোরাঁ, ফ্লাইট, জুয়েলার্স এবং অ্যাপের মতো বিশ্বব্যাপী বেশ কিছু বণিক এটিকে একটি কার্যকর অর্থপ্রদানের মাধ্যম হিসাবে গ্রহণ করতে এসেছে। অর্থপ্রদানের একটি কার্যকর মাধ্যম হিসাবে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে উল্লেখযোগ্য গ্রহণকারীদের মধ্যে একটি হল অ্যাপল ইনক। এটি অ্যাপ স্টোরে লেনদেন করার জন্য ক্রিপ্টোকারেন্সির অনুমতি দেয়।
বিনিয়োগ
ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েন, বর্তমানে বর্তমানের সবচেয়ে লাভজনক বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে একটি। এর মূল্য উপলব্ধি অত্যন্ত গতিশীল এবং এটি মূলধন সম্প্রসারণের জন্য একটি চমৎকার উপায় হিসেবে প্রমাণিত হতে পারে। যাইহোক, ব্যক্তিদের অবশ্যই এই বিনিয়োগের পথের অস্থিরতা নোট করতে হবে। বিটকয়েন, সর্বাধিক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি যার সর্বাধিক বাজার শেয়ার রয়েছে, একটি সম্পদ হিসাবে মূল্যের কিছু অনিয়মিত পরিবর্তনের সম্মুখীন হয়েছে৷ যেহেতু ক্রিপ্টোকারেন্সি কোনো বস্তুগত পরিবর্তনের মূলে নয় বরং জনপ্রিয়তা এবং লোভের পরিবর্তন, তাই এই ধরনের মূল্যের ওঠানামা স্বাভাবিক।
যাইহোক, ভারত, একটি অর্থনীতি হিসাবে এখনও ক্রিপ্টোকারেন্সিকে একটি কার্যকর অর্থপ্রদানের মোড হিসাবে ব্যাপকভাবে অন্বেষণ করতে হবে। তা সত্ত্বেও, অ্যাপল এবং ফেসবুকের মতো বড় কোম্পানিগুলি তার কারণ উত্থাপন করার সাথে, এটি আশা করা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি শীঘ্রই ভারতে আকর্ষণ লাভ করবে।
সংসদের শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি বিল পেশ করা হবে।
গল্প || একাকিত্বের বন্ধু || ডঃ রমলা মুখার্জী
একাকিত্বের বন্ধু
রীতার মেয়ে তানিয়া বিয়ে করে বিদেশ চলে গেল, রীতার স্বামীও গত হয়েছেন বছর দুই হল। ছেলে তো বউ নিয়ে কলকাতায় আলাদা ফ্ল্যাটে থাকে। মেয়েটাই ছিল রীতার একমাত্র সঙ্গী। মেয়ের অভাবে রীতার বুকটা ব্যথায় টনটন করে। একাকীত্বের বোঝায় ক্লান্ত তানিয়ার চোখের জল বাধা মানে না।
তানিয়ার বিয়ের পাহাড়-প্রমাণ উপহার-সামগ্রী গোছানোর শেষে রীতা দেখে মাত্র পাঁচটা বই তানিয়া উপহার পেয়েছে, অথচ রীতা তার বিয়েতে পেয়েছিল বাষট্টিটা বই। রীতা বই পড়তে ভীষণ ভালোবাসতো বলে রীতার মা বইগুলো রীতাকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু সব বই তখন পড়া হয়ে ওঠে নি।
সংসারের সব কাজকর্ম, দুই ছেলেমেয়েকে ভালোভাবে মানুষ আর স্বামীর ফাইফরমাস খাটতে খাটতে বই পড়ার অভ্যেসটাতে রীতার ভাটা পড়তে পড়তে ক্রমশ শূণ্যে মিলিয়ে গিয়েছিল।
একাকিত্বের গ্লানি মুছতে রীতা আঁকড়ে ধরল আলমারিতে সযত্নে রাখা তার সেই বিয়েতে পাওয়া বইগুলোকে। বই পড়তে পড়তে রীতার বুকের ফাঁকাটা কখন যে ভরাট হয়ে যায় রীতা বুঝতেই পারে না। চুঁচুড়ায় রীতার বাড়ি থেকে জেলার গ্রন্হাগারটা খুব দূরে নয়। একদিন গিয়ে রীতা সদস্য হয়ে এল। প্রায়ই সে গ্রন্থাগার থেকে নানান বই নিয়ে এসে পড়তে থাকে। রীতা মনে মনে বলে, "বই, তোমার মত বন্ধু আর পৃথিবীতে কেউ নেই। এত কষ্ট করে ছেলেমেয়ে মানুষ করলাম, কিন্তু কেউই তো আর সেরকম খোঁজখবর নেয় না। বই, আমার সই, তোমার জন্যে আমি সব দুঃখ ভুলে নতুন আলোয় বাঁচার দিশা পেলাম।
বি. এ. পড়তে পড়তে রীতার বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের পর অসুস্হ শাশুড়ির সেবা করতে গিয়ে আর পরীক্ষাটা দেওয়া হয় নি। রীতা মনস্থ করল নেতাজী ওপেন ইউনিভার্সিটি থেকে সে গ্র্যাজুয়েশনটা করে নেবে। চুঁচুড়ার একটি কলেজে ভর্তি হয়ে শনি আর রবিবার ক্লাশ করতে যেতে শুরু করল। তাদেরই প্রতিবেশী অভাবী ঘরের মেয়ে তানিয়ার বন্ধু পর্ণা, রীতাকে এ ব্যাপারে অনেক খোঁজখবর এনে দিয়েছিল আর সহযোগিতাও করেছিল। পর্ণা একটা চাকরি করে বলে ওপেন থেকে গ্র্যাজুয়েশনটা করে নিচ্ছিল। অবশ্য রীতাও পর্ণাকে গরীব বলে কখনও দূরে সরিয়ে রাখে নি, তানিয়ার সঙ্গে মিশতেও বাধা দেয় নি। যতটা পারত রীতা মেধাবী পর্ণাকে সাহায্যই করে এসেছে এতকাল। সেই উপকারের প্রতিদান দেবার একটু সুযোগকে পর্ণা হাতছাড়া করলো না। রীতার উৎসাহ দেখে সে অবাকও হয়ে যায়! কিন্তু ছেলে সুজয় ভাবল তার মায়ের বোধহয় বুড়ো বয়সে ভীমরতি হল, তানিয়া অবশ্য খুবই মাকে অনুপ্রেরণা দিল বিদেশ থেকে।
অবশেষে বাষট্টি বছর বয়সে রীতা যখন বি এ পাশ করল প্রতিবেশীরা সবাই ধন্য ধন্য করতে লাগল। রীতার সাফল্যের আনন্দে পর্ণাই মিষ্টিমুখ করালো সবাইকে রীতার দেওয়া সুন্দর দামী শাড়িটা পরে।
গল্প || কর্মসংস্থান || রথীন পার্থ মণ্ডল
কর্মসংস্থান
বয়সের ভারে কুঁকড়ে গেছেন আমার বাবা। ঠিক মতো কথা বলতে গেলেও এখন হাঁপাতে থাকেন।সংসারে নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। তাই পড়াশোনা শেষ করার পর বেহাল সংসারের খরচ জোগাতে টিউশনি করতাম। কিন্তু লকডাউনে গৃহবন্দী হবার পর থেকে সেটাও হারাই।
গত বছর আজকের দিনেই চাকরির মেরিট লিস্টে আমার নামটা দেখে বাবা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলেছিল-- " যাক, এবার তোর চাকরিটা দেখে আমি নিশ্চিন্তে মরতে পারব। "
বাবার মৃতদেহের সামনে বসে হঠাৎ করেই আমার সেদিনের কথাটা মনে পড়ে গেল।
অনুগল্প || জানালা || সিদ্ধার্থ সিংহ
জানালা
কবিতা || কচি কলাপাতার রঙ || দিলীপ কুমার মধু
কচি কলাপাতার রঙ
আমি ভাবছিলাম পাখিটার কথা
রঙ করা পাখিটার কথা,
কচি কলাপাতার মতো রঙ....
ওই রঙটাই আসল, নাকি
ওর সাথে আরো রঙ মিশিয়ে
লোভাতুর করেছে, কে জানে !
মাথায় কাপড় বউটি বলেছিল--শিল্পীর কাজ,
সাহেব বলছিল--নচ্ছার কাজ !আরো দুজন হাঁটছিল, বলল--মরণ !!
কচি কলাপাতার রঙটা হিসেবি আজ
বারকয়েক উঁকিঝুঁকি মারছিল--
ওর ইচ্ছে মিউজিয়ামে থাকার ।
শীত-গ্রীষ্ম যাই-ই বলো
একটা ভলোকিছুর জন্যে
আর একটা ভলোকিছু অপেক্ষা করে ।
কবিতা || তবু স্বপ্নের বর্ণালী || চাঁদ রায়
তবু স্বপ্নের বর্ণালী
দুটি শালিক সজনে ডালে মুখোমুখি
নীল সাদার ছাত্রী টি স্কুল থেকে এল ফিরে
আমার সবুজ স্বপ্ন ঘুরপাক খাচ্ছে
কেতকী চেয়ে আছে হলুদ গাঁদার দিকে
ঈশানীর পাড়ে সাদা শুকনো কাশ
কালো ছায়া সব দিচ্ছে ঢেকে
শুষ্ক নদীতে ধূসর পাথুরে ঘটিং
রবীন্দ্র সঙ্গীত হলুদ রঙের দূরে
'সেদিন দুজনে----'ফ্যাকাসে ছবি আঁকে
লালনের গৈরিক সুর সম্বল
এখনো তবু আশা সোনালী ঊষার।
কবিতা || ছত্রাক || চিরঞ্জিত ভাণ্ডারী
ছত্রাক
মরণের মুখে ছুঁড়ে দিতে ঘৃণা থুত-কার
বুকের ভেতর জ্বালিয়ে রাখি আগুন।
বড়ই বেমানান
খুদ-ঠোঁটে চুড়ুই পাখির ডানার প্রতিবাদ-
মরণকে গচ্ছিত রাখি তাই,অনুগ্রহের শ্বরশয্যায়।
শবের শরীর থেকে লুটে যতখুশি শ্বেতসার
লালসা নর্তন রাখে যুবতি জোছনায়,
আকাশ থেকে টপাটপ পেড়ে এনে
নিজস্ব সিন্ধুকে ভরে উন্মাদ
সর্বজনীন নয় কোজাগরী চাঁদ-
উল্লসিত একেকটি ছত্রাক
কবিতা || সন্ধ্যা বেলায় || ফরমান সেখ
সন্ধ্যা বেলায়
সন্ধে বেলায় রবি যখন
দেয় বিদায়ের হাঁসি,
মাঠের থেকে লাঙ্গল নিয়ে
বাড়ি ফিরে চাষী।
শিশির তখন পড়তে থাকে
দূর্বা ঘাসের ডালে,
মাছেরা সব লুকোয় গিয়ে
গভীর নদীর খালে।
চারিদিকে বাড়তে থাকে
মশাদের আমদানি,
মন্ত্র পড়ে সন্ধে জ্বালায়
হিন্দু ঘরের রানী।
নৌকা মাঝি নৌকা খানি
ফিরায় নদীর কূলে,
গাছের ডালে বাদুড় গুলো
উল্টো করে ঝুলে।
জোনাকিরা জোনাক জ্বালায়
সন্ধ্যা হওয়ার সাথে,
মাঠের শিয়াল সন্ধে হতেই
হট্টগোলে মাতে
মধুর সুরে বাজতে থাকে
গো-রাখালের বাঁশি,
গগন কোলে মিষ্টি হেসে
উঁকি মারে শশী।