জানালা
রিসিভার তুলেই হোটেলের বারোতলা থেকে ফোন করল লোকটি--- হ্যালো, হোটেল ম্যানেজার? আপনি একটু তাড়াতাড়ি আসুন তো... আমার সঙ্গে আমার বউয়ের ঝগড়া হয়ে গেছে। ও জানালা দিয়ে নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইছে।
হোটেল ম্যানেজার বলল, সরি স্যার, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। আমরা এ ব্যাপারে নাক গলাতে পারি না।
সঙ্গে সঙ্গে লোকটি বলল, আরে, মেনটেনেন্স তো আপনাদের দায়িত্ব। বউ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। কিন্তু কিছুতেই খুলছে না। যত তাড়াতাড়ি পারেন, এসে জানালাটা খুলে দিন।
No comments:
Post a Comment