Sunday, January 2, 2022

কবিতা || কচি কলাপাতার রঙ || দিলীপ কুমার মধু

 কচি কলাপাতার রঙ




আমি ভাবছিলাম পাখিটার কথা

রঙ করা পাখিটার কথা,

কচি কলাপাতার মতো রঙ....


ওই রঙটাই আসল, নাকি

ওর সাথে আরো রঙ মিশিয়ে

লোভাতুর করেছে, কে জানে !


মাথায় কাপড় বউটি বলেছিল--শিল্পীর কাজ,

সাহেব বলছিল--নচ্ছার কাজ !আরো দুজন হাঁটছিল, বলল--মরণ !!


কচি কলাপাতার রঙটা হিসেবি আজ

বারকয়েক উঁকিঝুঁকি মারছিল--

ওর ইচ্ছে মিউজিয়ামে থাকার ।


শীত-গ্রীষ্ম যাই-ই বলো

একটা ভলোকিছুর জন্যে

আর একটা ভলোকিছু অপেক্ষা করে ।

No comments: