Sunday, January 2, 2022

কবিতা || তবু স্বপ্নের বর্ণালী || চাঁদ রায়

 তবু স্বপ্নের বর্ণালী

           



দুটি শালিক সজনে ডালে মুখোমুখি

নীল সাদার ছাত্রী টি স্কুল থেকে এল ফিরে

আমার সবুজ স্বপ্ন ঘুরপাক খাচ্ছে 

কেতকী চেয়ে আছে হলুদ গাঁদার দিকে

ঈশানীর পাড়ে সাদা শুকনো কাশ

কালো ছায়া সব দিচ্ছে ঢেকে

শুষ্ক নদীতে ধূসর পাথুরে ঘটিং

রবীন্দ্র সঙ্গীত হলুদ রঙের দূরে

'সেদিন দুজনে----'ফ্যাকাসে ছবি আঁকে

লালনের গৈরিক সুর সম্বল

এখনো তবু আশা সোনালী ঊষার।

No comments: