ছত্রাক
মরণের মুখে ছুঁড়ে দিতে ঘৃণা থুত-কার
বুকের ভেতর জ্বালিয়ে রাখি আগুন।
বড়ই বেমানান
খুদ-ঠোঁটে চুড়ুই পাখির ডানার প্রতিবাদ-
মরণকে গচ্ছিত রাখি তাই,অনুগ্রহের শ্বরশয্যায়।
শবের শরীর থেকে লুটে যতখুশি শ্বেতসার
লালসা নর্তন রাখে যুবতি জোছনায়,
আকাশ থেকে টপাটপ পেড়ে এনে
নিজস্ব সিন্ধুকে ভরে উন্মাদ
সর্বজনীন নয় কোজাগরী চাঁদ-
উল্লসিত একেকটি ছত্রাক
No comments:
Post a Comment