Sunday, January 2, 2022

কবিতা || সন্ধ্যা বেলায় || ফরমান সেখ

 সন্ধ্যা বেলায়

         


সন্ধে বেলায় রবি যখন

    দেয় বিদায়ের হাঁসি,

মাঠের থেকে লাঙ্গল নিয়ে

     বাড়ি ফিরে চাষী।


শিশির তখন পড়তে থাকে

     দূর্বা ঘাসের ডালে,

মাছেরা সব লুকোয় গিয়ে

    গভীর নদীর খালে।


চারিদিকে বাড়তে থাকে

    মশাদের আমদানি,

মন্ত্র পড়ে সন্ধে জ্বালায়

    হিন্দু ঘরের রানী।


নৌকা মাঝি নৌকা খানি

     ফিরায় নদীর কূলে,

গাছের ডালে বাদুড় গুলো

    উল্টো করে ঝুলে।


জোনাকিরা জোনাক জ্বালায়

    সন্ধ্যা হওয়ার সাথে,

মাঠের শিয়াল সন্ধে হতেই

      হট্টগোলে মাতে


মধুর সুরে বাজতে থাকে

    গো-রাখালের বাঁশি,

গগন কোলে মিষ্টি হেসে

      উঁকি মারে শশী।

No comments: