Sunday, January 2, 2022

কবিতা || চলো ফিরে যাই || নমিতা বোস

 চলো ফিরে যাই


     


ভালবাসলে সব রক্তের গ্রুপ-ও।

না এ-প্লাস না বি-মায়নস।

ভালবাসার মুন্সিয়ানায় খলম কুচি ও শব্দ বন্ধ ।

এ গঙ্গা বহতা ,সব স্বরবর্ণ।


জল ঢালা দুপুর ,নোনতা

আমেজ,সাবেকি সারেঙ্গী,

চলো ফিরে যাই।


শুকনো ইতিহাস,বাঁধ ভাঙা উচ্ছ্বাস,মনের দরজা হাট,

চলো ফিরে যাই ।


জ্বলন্ত আগ্নেয়গিরি,নির্দায় ভিসুভিয়াস,উত্তপ্ত বন্দেয়ানা ,

চলো ফিরে যাই ।


কলমের কৌলিন্যে নির্ভীক নিবন্ধ ,সোমরসে উপন্যাস ,

চলো ফিরে যাই ।


অজন্মা নয় গর্ভকোন,ভাঙাচোরা চৌকাঠ,উন্মাদ বসন্ত,

চলো ফিরে যাই।


আত্মঘাতি সাদা পাতা,নিয়মের কালরাত্রি,নেভানো বাতিঘরে শুধু ফিরে ফিরে চাই,

চলো ফিরে যাই,চলো ফিরে যাই,ফিরে যেতেই যে চাই ।

No comments: