Sunday, January 2, 2022

কবিতা || এভাবেই তৈরি হয় || সামসুজ জামান

 এভাবেই তৈরি হয় 

               


শুধুই ফুরফুরে দখিনা বাতাস শুধুই শিমুল গাছে সমীরণ

এতে জীবনের উষ্ণ পরশ কই? 

মাঝে মাঝে কলাগাছে ঝড় না হলে 

জীবন কেমন যেন আনোনা পান্তা ভাত।

 ভালোবাসা কথাটা তখনই দামি হয় যখন তার মুখের ভিতর লবণাক্ত স্বাদ জমে ওঠে।

 রোমাঞ্চকর পর্বত অভিযানে কত শত প্রাণ চলে যায় 

তবু ও তো আজও লোক চলে।

অমরনাথে মৃত্যু হল না তাই কখনো হয়?

 ওরে পাগল মৃত্যু না থাকলে জীবন কখন উপভোগ্য হয়?

ছায়া ছায়া যেসব স্মৃতি আপাত ভালো মানুষ হয়ে উকিঝুকি মারছে

জীবনের চৌকাঠে বারান্দায় তাদের একটু সুড়সুড়ি দাও 

দেখবে ঠোট কাঁপতে কাঁপতে একসময় হুহু করে অশ্রু ঝরছে।

 হৃদয় নামের রুমালটা ভিজে যাবে

এভাবেই ভিজে ভিজে তৈরি হয় ভালোবাসা 

এভাবেই রামী চন্ডীদাস শিরি-ফরহাদ লাইলী-মজনু 

এভাবেই তৈরি হয় ভালবাসার ইতিকথা।

No comments: