Sunday, January 2, 2022

কবিতা || বছরশেষ || প্রদীপ কুমার লাহিড়ী

 বছরশেষ




বছর শেষের প্রভাত বেলা  
আসে সে নিয়ে মরণ খেলা 
কোবিদ ভাইয়ের বিদায় বেলা 
দিয়ে গেলো অম্রিকন এর ঠেলা 
জানিনা নতুন বছর কেমন যাবে
 এ দুই দুশমন মোদেরসাথে রবে  
 ভয় করিনে লড়তে মোরা সবাই রাজি 
 মারি মোদের সাথী কেয়া করেগা কাজী 
 মরণের সীমানা ছেড়ে যাবো সবে মোরা
যাসনে ভাই না মোরে একটু তবে দারা

No comments: