নব বর্ষে
শুভ নব বর্ষে
অশুভ শক্তির
হোক পরাজয় |
বিবেকহীন মানুষদের
শুভ বোধ
জেগে উঠুক |
প্রবঞ্চকরা
পরিহার করুক
তঞ্চকতা |
দুঃখী মানুষের
দুঃখ দূর হোক |
দরিদ্র মানুষের
দারিদ্র দূর হোক |
শান্তি আসুক |
সুখী হোক সবাই |
অশান্তির
কালো মেঘ
কেটে যাক
চির তরে |
শুভ নব বর্ষের
হোক জয় |
No comments:
Post a Comment