Sunday, January 2, 2022

কবিতা || ভালো থেকো তুমি || সুব্রত মিত্র

 ভালো থেকো তুমি




তারাগুলো জ্বলে আছে সব ,

আসলে সবগুলোতো তারা নয়

আমার মাঝে আমার সত্যতা

কতটা রয়েছে দৃঢ় তাও যে বলার নয় ,

কত স্মৃতি বয়ে গেল মালা হলোনা

চলে গেল প্রাণটা আপন হলোনা ,

দেহটাও হয়ে ওঠে মূর্তি যখন

মূর্তি বিনাশের আগুন জ্বলেছে

শত শতাব্দীর ইতিহাস ডিঙ্গিয়ে

শ্বসানের আগুনে পুড়ে যায় অভিমান ,পুড়ে যায় দণ্ড ,

ডুবে যায় সুখ পারিজাতের নম্র পত্রের ভাষা

নিজ সুখের সূর্যরশ্মি দিয়ে

তোমার মায়ার পাথর পুড়িয়ে দিয়েছি আমি ।

এই অঙ্গের সাথে পৃথিবীর মিল বড় অমিল

কটুকথা ,অপমান ,অবহেলা আমায় কিনেছিল দুবেলা

ক্ষমা করো ,ক্ষমা করো ,ক্ষমা করো নিয়তি মোর।

কোন পাপী মহাজনের দলিলের দাখিল নেব ভেবেছিলাম

মৃত্যুর পরেও মৃত্যু আমাকে মেরে ফেলে বারবার । 

No comments: