Sunday, January 2, 2022

কবিতা || নীরবতা নেমে আসে || ক্ষুদিরাম নস্কর

 নীরবতা নেমে আসে




ভাবনার ভেতর খুঁজি জীবন মহৎ,

সেজেছি সন্ন্যাসী শুধু অন্তরে আসক্ত।

চেয়েছি অনেক কিছু---

পেয়েছি কি কম ?

জ্ঞানহীন,ভক্তি হীন,মুক্তি হীন মনে,

কামনা বাসনা আশায় হৃদয় পাথর।

আতর রাত্রির ও নেমে আসে ভোর,

নিষ্ঠুর নীরবতা----

ধীরে ধীরে নেমে আসে ঘুমের ভিতর।

No comments: