Sunday, January 2, 2022

কবিতা || দিনলিপি || জয়িতা চট্টোপাধ্যায়

 দিনলিপি




আমার সারা উঠোন জুড়ে আজ বিষাদের ছায়া, সেই বিষয়ে ছায়া ডেকে আনতে মৃত্যু, আমার চারপাশে মৃত্যু গন্ধ, প্রতিটি শব্দে বিষাদের স্পর্শ, প্রতিটি অক্ষর হিম নীল হয়ে আসছে, ঘুম ভাঙনের বুকের ভেতর দুরু দুরু ভয়ের স্রোত, কতকাল দিনের আলোতে আর সকাল হয় না, সকালের পসরা সাজিয়ে আছে মৃত্যুর গল্প, গন্ধ, স্পর্শ, আমার দিনলিপি নীল নীল অক্ষরে লেখা, লিখে চলেছি হিম অক্ষরদের।

No comments: