Sunday, January 2, 2022

কবিতা || তবু লিখে যেতে হবে || অমল কুমার ব্যানার্জী

 তবু লিখে যেতে হবে




আমার লেখার মাঝে কি যে থাকে জানি না যে আমি,

তবুও মনে হয় যেন লিখে যেতে হবে,তাই লিখি।

তোমাদের দরবারে হাবিজাবি লেখা গুলো এসে

হয় জড়,

জানি আমি তোমাদের বিরক্ত করে অনর্গল কলমের কালি।

কেউ হাসে কেউ দেয় গালি, ভাবি মনে মনে,

লেখা তুই থেমে যারে আজ,

তবু লেখা থামেনি কখনও, লিখে চলি হাবিজাবি যতো।


আমার এই লেখা, একদিন থেমে যাবে মৃত্যুর

ঘোর অন্ধকারে,

হয়তো সেদিন আমার লেখার মাঝে, আমি কে?

খুঁজে পাবে।

যাকে তুমি খুঁজেছিলে জীবনের প্রতি ক্ষনে ক্ষনে।

সন্ধ্যা অন্ধকারে প্রদীপের শিখা টিম টিম জ্বলে,

দৃষ্টির মাঝে উদ্ভাসিত শব্দমালা ঝাপসা মনে হয়।

কি লিখেছি আমি, অব্যাক্ত থেকে যাবে মনের গভীরে।


আমি আজ নিশ্চিত মনে, বসে আছি নক্ষত্রলোকে,

হাবিজাবি লেখা গুলো আজও বুঝি সমাজের অন্ধ গলি মাঝে মৌচাক বাঁধে।

আমার ফরিয়াদ তোমাদের কাছে লিখে যাব আমি,

পাগলের প্রলাপ বলে দূরে সরিয়ে নিও আপনারে।


অশান্ত অতৃপ্ত আত্মা নিয়ে বেড়াতে বেড়াতে, বিলীন আমি যে আজ আমার লেখাতে।

হয়তো সেদিন, কোন এক গৃহবধূ আনমনে

পড়িতেছে কার কাব্য খানি?

কৌতূহলী দৃষ্টি তোর আস্ফালন করে,

কার কাব্য পড়িতেছ ঘোর অন্ধকারে?


লিখে যাব আমি নবজাতকের কাছে অঙ্গীকার

আজ,

সমাজের অন্যায় অবিচার, আমার লেখার মাঝে পাবে তা প্রকাশ।

তোমরা তা পড়িবেনা জানি, তবু জেনো, লিখে যাব

আমি,

আমার কবিতা মাঝে আজও বেঁচে, বিদ্রোহী

যবনিকা আমি।

No comments: