নববর্ষের সাহেব
রাতে আমি সাহেব হবো,
তোতলামি আমি ইংলিশ।
বাঙালি বলে করিস না খাটো,
বর্ণ গায়ের কালো ।
পেয়ালা আমি চলকাই,
তাকে কত রঙিন জল।
বারোটয় সূচনা নববর্ষ,
আতশবাজিতে হইচই।
হোকনা দূষণ বাতাসের,
ক্রন্দন তাই কতো উদ্ভিদের।
অনাড়ম্বর করনা পালন,
আমরা বাঁচলে , বাঁচাবি জীবন।
No comments:
Post a Comment