Sunday, January 2, 2022

কবিতা || দুমদাম, চুপচাপ || সত্যেন্দ্রনাথ পাইন

 দুমদাম, চুপচাপ




ফুল ফুটছে দুমদাম। 

বাজি ফোটে চুপচাপ

চাঁদের আলো শব্দ করে

সমুদ্র ভাসে সাগর জলে। 


মিথ্যা গড়া পাথর দিয়ে বাঁধ হচ্ছে

বিধায়ক হচ্ছে প্রবল বলশালী

রাশিয়ার বলশেভিক পার্টির মতো

আম পাবলিক মরছে গুমরে গুমরে

পৃথিবীতে মানবিকতা মরছে ধুঁকে ধুঁকে। 


বাংলার হচ্ছে নব রূপায়ন

কলকাতা ভাসছে চোখের জলে। 

নিকাশি দূর অস্ত। 

জল জমছে ঘরের মধ্যে

কে পারবে সূর্যের মুখ থেকে

ছিনিয়ে আনতে 

একটুকরো আশার আলো!

No comments: