উন্নয়ন
ভারতবর্ষকে স্বাধীন করার
একমাত্র ছিল লক্ষ্য দেশের
উন্নয়নই যেন হয় মুখ্য।
হায়রে দেশের অবস্থা
ভোট সর্বস্ব রাজনীতি
শেষ করলো দেশটা।
ভোট যখনই আসে
মনে পড়ে উন্নয়নের কথা
ভোট চলে গেলে আবার
সেই পূর্বেকার অবস্থা।
জাতপাত, ধর্মের তাস খেলে
যে দেশে হয় ভোটের লড়ায়
উন্নয়ন সেখানে থমকে দাঁড়ায়।
কোথাও উন্নতি,কোথাও অবনতি
এইভাবেই হয় জনগণের ক্ষতি।
উন্নয়নের জায়গায় বেশীরভাগই
এখন আখের গোছাতে ব্যস্ত
কে,কতো তাড়াতাড়ি বড়োলোক হবো,
সেই প্রচেষ্টা অব্যাহত।
অর্থ আর ক্ষমতাকে কাজে লাগিয়ে
যে কোনো কাজ হয় সময়ে
তাহলে দেশের জনগণ
কতদিন সইবে এই অনুন্নয়ন?
No comments:
Post a Comment