জীবন আছে
নদীর এক কূল ভাঙে
দাঁড়িয়ে আছি ভাঙনের তীরে ।
ওপারকে জানাবো প্রার্থনা -
-একটু আশ্রয় দেবে না ?
'হ্যাঁ'বললেও ভাল
'না' বললেও নেই ক্ষতি
শুধু অপেক্ষা একটি যতি ।
হয়তো হড়পা বানে পাড় ভাঙবে-
ভেসে যাবো জলের তোড়ে-
ভাসতে ভাসতে ঠেকবো কোন চড়ায় ।
তুমি যদি দেখতে পাও
বলবে--এখনো জীবন আছে
কিন্তু আমি তো মরা-ই ।
No comments:
Post a Comment