Sunday, January 2, 2022

কবিতা || লাটেক্স ফিঙ্গার অথবা বদ্বীপের জবা || নিমাই জানা

 লাটেক্স ফিঙ্গার অথবা বদ্বীপের জবা




ভয়াবহ ইচ্ছামতী নারীর দুটি অলৌকিক চোখের পরিযায়ী গন্ধ অন্তর্বাসের মাথায় থাকা ছোপ ছোপ পরিচলন বৃষ্টিপাতের

আমি ডুয়ার্সের রডোডেনড্রন ধরে পর্ণমোচী হয়ে যাওয়ার পর একটি আগুনের স্ফুলিঙ্গ আর বরফের স্থানাঙ্ক জ্যামিতি খুঁজে বেড়াচ্ছি এক পক্ষকালের ও বেশি সময়

আমাদের কোন অস্থিগ্রন্থিতে রজনীগন্ধা গজিয়ে ওঠেনা আজকাল

আমার নারীকে ঈশ্বরীয় করে তোলে ৩০° ডিগ্রির আপতন কোণ , মরুঝড় দেখতে থাকি লিপস্টিক উধাও শারীরবৃত্তীয় কারুকাজ

নিয়ে , আমি কি তবে গোপনে ল্যাটেক্স ফিঙ্গারের ডগায় বিষের কৌটা খুলে অক্ষরের নাবিক হয়ে বিষের চারা গাছ রোপন করি, 

মূলত একটি অপার্থিব সঙ্গমের দাঁত লেগেছে ভুল কামড়ে

আমি নদীর বদ্বীপে এগিয়ে সাদা জবা পুঁতে আসি আমার শরীরে কোন রমনের চিহ্ন ছিল না প্রাগৈতিহাসিক কালেও

বিবস্ত্র চিহ্নের দেহজ ফসল আমি গলাবন্ধটির কাছে মেরু

প্রদেশের চিন্ময়ী রূপ দেখে পুলকিত হই

জোনাকির কথা মনে পড়ে এই প্রভাতে বশিষ্ট হেঁটে যাচ্ছেন সুধাময় কুটিরের দিকে , চিন্ময় আনন্দ চোখে

তাঁর বাশির ভিতরে তিনটি গোখুরের গোকুল গুণ বাসা বেধেছে।

No comments: