Sunday, January 2, 2022

কবিতা || ছিলাম তোমার অপেক্ষায় || বিমান প্রামানিক

 ছিলাম তোমার অপেক্ষায়




আজও আমি আছি তোমার অপেক্ষায় 

তুমি আমায় আসবো বলে কথা দিয়েছিলে তাই। 

আমি কি ঠিক চিনতে পেরেছি তোমায়! 

যেন আমি আছি এখনও শুধু তোমার অপেক্ষায়। 


যতই এসেছে ঝঞ্ঝা তুফান, যতই এসেছে বাধা 

কৃষ্ণ রূপে ছিলাম আমি, তুমিই আমার রাধা। 

মনের যত ভাবনা ছিল, সবই যেন নিল বিদায়

মনের দুঃখ ঘুচিল সব, শুধু তুমি এলে তাই। 


আমি জানিতাম, তুমি আসবে ঠিক একদিন 

তাই তো আমি স্বপ্নে তোমায় দেখি কোনোদিন। 

তোমায় ঘিরে কুটিল ভাবনা যত ছিল আমার মনে 

সব কিছু আজ দূরে গেল প্রতীক্ষার অবসানে। 


নতুন করে উঠবে ভরে তোমার আমার জীবন 

তুমি আসবে বলেই হয়নি আমার একা একা মরণ। 

সংসার যুদ্ধে জয়ী যেন আমি; তুমি এলে তাই 

সেদিনের সেই দুই মাসের আদরের মেয়েটি আমার কোথায়? 


তবে কি!পাঁচটি বছর পরেও বাবার উপর অভিমান!

নাকি তুমি এসেছো শুধুই একা নিতে কিছু প্রতিদান?

No comments: