Sunday, January 2, 2022

কবিতা || ছত্রখান || সৌমেন্দ্র দত্ত ভৌমিক

 ছত্রখান




যত না বিখণ্ড চুপটি শুয়ে পার হয়

              শব্দময় রাতগুলো,

তারও চেয়ে ভয়ানক ত্রিশূলের ভৌতিক নাচন

তুলে নিয়ে চলে ঘন অন্ধ গুহায়,

এবার নবমীর পাঁঠার বুকে গুরু গুরু রব

কান পেতে শুনি কিম্ভূত কিমাকার।

চোদ্দ পুরুষের দোষের মোড়কে নিজেই অবশেষে

                     শিখণ্ডির মতন,

অন্তরালে লক্ষ কোটি গলদ তমসাবৃত

নানা কারিগরী-কসরতে।

বলির স্বপ্নে বলীর অহেতুক ভাবনাগুলো

ভাসতে থাকে, ভাসতে ভাসতে ভাসতে

        পরিপূর্ণ আসমান বহাল তবিয়তে।

No comments: