অ্যানড্রয়েড কাব্য
নেই কোন দরকার
কাগজ কলমটার
কবিতারা এলে মনে
জঙ্গলে রণে বনে
চট্ করে ফেলো লিখে
পোস্ট করো দিকে দিকে;
হাটে মাঠে বাসে ট্রেনে
পাহাড়ের নির্জনে
মরুবুকে,সাগরে
বস যদি আহারে
চিন্তার নেই বাত্
বাঁ হাতেই বাজিমাত্
এক আঙুলের শ্রমে
লেখালেখি ওঠে জমে;
আলমারি ড্রয়ারে
দিস্তার পয়ারে
ঘুনপোকা বাসাতে
অক্ষর চষাতে
আর নেই দুঃখু
খুলে গেছে চক্ষু
এসে গেছে অ্যান্ড্রয়েড
লিখে লিখে করো সেভড্।
এই শুধু রেখো মনে
ডিলিটের বাটনে
হাত যদি যায় পড়ে
কবিতারা যাবে উড়ে।
অক্ষর খেলে ঘুনে
কিছু থাকে আস্ত
যন্তর হ্যাং হলে
ষোলোআনা পস্তো!
No comments:
Post a Comment