সাহিত্যের নগরকীর্ত্তন
সু প্রভাতে সবারে করি গো বন্দন,
ওঠো জাগো সাহিত্যে ভরাও অঙ্গন৷
তৃষিত সাহিত্য রসে মোরা চিরদিন,
মুখিয়ে চায়ের সাথে সদাই প্রতিদিন৷
তপন কিরণ সম সাহিত্যের প্রভাকর,
ভরাক মোদের আজ স্মৃতির আকর৷
মোদের সে সাহিত্যের নগরকীর্ত্তন প্রতিদ্বারে,
আনুক জোয়ার আবার সুখ সমাচারে৷
No comments:
Post a Comment