Sunday, January 2, 2022

কবিতা || থাবা || আবদুস সালাম

 থাবা




মানচিত্রের নদী গুলো জড়ো হয়েছে একদিকে

প্রোমোটরেরা খুঁজে চলেছে সমতল ভূমি

কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড সূর্যের দেশ

নক্ষত্রেরা প্রহর গুনছে আলো জ্বেলে

       উড়ে যাচ্ছে মেঘেদের ঘরবাড়ি


ব‍্যস্ত মানুষেরা জমা দিতে পারে না প্রিমিয়াম

অসুস্থ সব আসবাবপত্র

অন্ধকার নেমে আসছে গরীব ভূখন্ডে


নি্র্জনতম বিন্দুর মতো পরাজয় মাথা চাড়া দেয়

সব অবকাশ মুখ থুবড়ে পড়ে আছে

পড়ে আছে মহাকাল অনন্ত বারুদের বিছানায়


প্রমোটারের থাবায় হারাতে বসেছে বসত

বিষাক্ত নিঃশ্বাসে পুড়ে যায় গহীন অরণ্য

পুড়ে যায় পৃথিবীর হৃৎপিণ্ড

ঝরে পড়ে দ্বিধাহীন বিশ্বাস

মাথা চাড়া দিচ্ছে আকাশ চুম্বি ফ্ল্যাট বাড়ি।

No comments: