অমূল্য রতন
তুমি তোমার ও সুন্দর
চাহনি খানি
চাহিওনা আমার পানে।
আমি যে পারিনে
চোখ সরাতে
দেখেই চলি একমনে।
আর তোমার ঐ কালো
ভোমরার মতো
চোখের তারায়।
আমার যে সব স্বপ্ন সুখ,
যায় তৃষ্ণা বাড়িয়ে
আর আমায় খালি জাগায়।
আর রাতের আঁধারে
ঘুমের ঘোরে
নিয়ে যায় সে স্বর্গ পুরে।
যেথায় মনের সুখে
ঘুমপাড়ানি গান গেয়ে যায়
কোকিল কুহু সুরে।
আর আমি
সেই সুমধুর কণ্ঠ শুনে
ঘুমিয়ে পড়ি অঘোর ঘোরে।
ওমনি ঘুম থেকে
উঠতে হয় দেরি,
সূর্য উঠে হাসে চুপটি করে।
তাই তুমি তোমার ও সুন্দর
চাহনি খানি
চাহিও না আমার পানে।
আমি যে এক অদ্য পাগল
স্বপ্ন বুনি যখন তখন,
বলো, এ অমূল্য রতন রাখবো কোনখানে ।
No comments:
Post a Comment