দৈন্যতা
দৈন্যতা ঢাকা যায় না
সাময়িক দোলাচল কিংবা ভ্রম
মুখোশের আস্তর খসে পড়ে
পিছিয়ে পড়া মানুষের ভিড়ে
আমার একাকিত্বই সম্বল!
জগতে রঙ পাল্টায় আকাশ
আমি না পাল্টালে বেমানান
অনধিকারে অধিকার নেই
আমি অন্তর্মুখী এক বিড়ম্বনা
তবু পথ চলা থামে না আমার।
যীশুকে খুঁজেছি একটুকু ভিড়ে
পথের ধারে বাতাসে বাঁশি বাজায়
অদৃশ্য পালনহার , প্রাঞ্জল শব্দের
আমি ব্যতিক্রমী হবার চেষ্টা করে
একান্ত আপন পাইনি এখনও
No comments:
Post a Comment