Sunday, January 2, 2022

কবিতা || ক্ষমতার অপব্যবহার || অরবিন্দ সরকার

 ক্ষমতার অপব্যবহার

    



তাল পাতার চটাই বা চট্ পাতি

   মুখে বিড়িতে সুখটান,

ভাগাভাগি ক'রেখাওয়া দাওয়া,                  

  মাথে তেল বিনা স্নান।

মেহনতী মানুষের মুক্তির লড়াই 

    পথের দিশা নিশান,

এক ছত্র ছায়ায় - শ্রমিক কৃষক

    গেয়ে সাম্যের গান।

বিড়ি ফুঁকোরা - ক্ষমতায় এসে,

    সিগারেট, মুখে পান,

চটাই আসন যাদু ঘরে রক্ষিত,

    তৈরি ময়ূর সিংহাসন।

আন্দোলন ভুলে,গরীবকে ভুলে

    চাকুরী স্বজন পোষন,

আখের গোছাতে নেতারা ব্যস্ত

 গরীবের পেটে লাথি পণ।

রদবদল সরকার জগা খিচুড়ী,

    পন্থা তাদের অবলম্বন,

ক্ষমতা গেছে, স্বাদ রয়েই গেছে

    মানুষেরা সব সাবধান।

চটাই এর অভ্যাস গেছে চলে

    উঁচু ধাপে রক্ষা নিমন্ত্রণ,

ভুলতে সে পারেনি গাড়ি চাপা

     খানা পিনা আয়োজন।

ঝাচকচকে বাড়ি চারচাকা তার,

    রাজনীতি ব্যবসা মূলধন,

নিজে নেতাকর্মী নয়তো সাংসদ,

  বৌয়ের চাকুরী প্রয়োজন।

এখনও মিথ্যা আশ্বাস ও বানী,

   কূচক্রী কূটচাল ভরা মন,

দল ভেঙে ছড়াছড়ি, হামাগুড়ি,

    হিসাব চাই সম্পত্তি ধন।

No comments: