Sunday, January 2, 2022

কবিতা || গণতন্ত্রের গল্প || মহীতোষ গায়েন

 গণতন্ত্রের গল্প



ভেতরে কারা আছো? দরজা খোলো,

ভীষণ দরকার,দরজা খোলো,ওরা

পিছু নিয়েছে,ধরলে শেষ করে দেবে,

খোলো দরজা,গণতন্ত্র নিরাপদ নয়।


রাত্রি এখন গভীর,বাইরে বরফ পড়ছে

দরজা খোলো,সব তথ্য সামনে আসবে,

সামনে আসবে প্রতিরোধ ও প্রতিশোধ,

বাইরে সাইরেন পুলিশ অথবা মৃত্যুর।


শেষে দরজা খুলে যায়,ভেতরে অন্ধকার,

অন্ধকারে টিমটিমে আলোয় বসে আছে

গুটিকতক লোক,একজন বক্তৃতা দিচ্ছে,

বিপন্ন গণতন্ত্রে বিপ্লব বা সংগ্রাম আসন্ন।

No comments: