Saturday, May 7, 2022

ভারতীয় রেলে নতুন নিয়োগ || Indian railway Recruitment 2022 || RRB kolkata


 




ভারত তথা পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার রেলে নতুন নিয়োগ হতে চলেছে।
ভারতের দক্ষিণপূর্ব - মধ্য রেলের অধিনস্ত রাইপুর ডিভিশন ও রাইপুর ওয়াগন রিপেয়ার শপে 'অ্যাপ্রেন্টিস' হিসাবে ১,০৩৩ জন লোক নেওয়া হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



অ্যাপ্রেন্টিস পদের নাম- 

ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, টার্নার, ইংলিশ স্টেনোগ্রাফার, হিন্দি স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটরি ইন্সপেক্টর, মেকানিক ডিজেল, মেশিনিস্ট,  মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স। 


মোট শুন্যপদ-  ১,০৩৩ জন।


শিক্ষাগত যোগ্যতা-

মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হতে হবে। এর সাথে দরকার এন.সি.ভি.টি.র অনুমোদিত আই.টি.আই. হিসেবে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে তবেই আবেদন করার সুযোগ পাবেন।


বয়স-
প্রার্থীর বয়স অবশ্যই ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


বেতন - ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন। তবে ট্রেনিং শেষে চাকরি পেতেও পারেন নাও পারেন।


 
নিয়োগ পদ্ধতি-

প্রথমে প্রার্থীর মাধ্যমিকে পাওয়া নাম্বার অনুযায়ী এবং আই.টি.আই. পাশের সার্টিফিকেটের সাথে অন্যান্য প্রমাণপত্র দেখে একটি মেরিট লিস্ট তৈরি হবে। তারপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা।  সবথেকে বড় ব্যাপার এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, আর কোনো ইন্টারভিউ দিতে হবে না।



আবেদনের শেষ তারিখ- ২৪ শে মে'র মধ্যে । অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে।


Official Website-




 

Friday, May 6, 2022

জেলা আদালতে স্থায়ী পদে গ্রুপ-C, D ও ক্লার্ক নিয়োগ || District court Group-C, D & Clark Recruitment 2022 || WB job News




পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন একটি সুখবর। বীরভূম জেলা আদালতে গ্রুপ-D, গ্রুপ-C, ক্লার্ক 
 নিয়োগ করা হবে। তবে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে মেয়েরাই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে কোলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



নোটিশে তারিখ:  27.04.2022 তারিখে নোটিশ টি প্রকাশিত হয়।




কোন কোন পদে নিয়োগ হবে:-

1) Group-c
2) Group-D
3) Clark
4) Group-B

সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-

(1) ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রেড-||| (Group-B)

বেতন- 32,100 – 82,900 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। শর্টহ্যান্ডে 80 WPM এবং কম্পিউটারে 30 WPM টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
 
মোট শুন্যপদ- 5 টি।




(2) বাংলা ট্রান্সলেটর (Group-B)

বেতন-  28,900 – 74,500 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- 
English to Bangali, Bengali to English এ ট্রান্সলেট করার দক্ষতা থাকতে হবে।

এছাড়া ইংরেজি অথবা বাংলায় অনার্সে গ্রাজুয়েট হতে হবে। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান।

মোট শুন্যপদ- 3 টি


(3) লোয়ার ডিভিশন ক্লার্ক (Group-c)

বেতন- 22,700 – 58,500 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান ও কম্পিউটার সার্টিফিকেট।

মোট শুন্যপদ- 28 টি


(4) প্রসেস সার্ভার (Group-c)

বেতন- 21,000 – 54,000 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান।

মোট শুন্যপদ- 8 টি


(5) পিয়ন/ নাইট গার্ড (Group-D)

বেতন- 17,000 – 43,600 টাকা। 

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- শুধু মাত্র অষ্টম শ্রেনি পাশ।

মোট শুন্যপদ- 49 টি 


নিয়োগ প্রক্রিয়া: সর্বপ্রথম হবে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট সবশেষে পার্সোনালিটি টেস্ট। আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এ ক্লিক করুন।



আবেদনের পদ্ধতি: আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদন ফি:

 




তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  28.04.2022 তারিখে, 
আবেদন প্রক্রিয়া শেষ হবে 12.05.2022 তারিখে।




Official Website-

Official notice Download-


Apply Now-


Wednesday, May 4, 2022

পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন || WB Aasha Karmi Recruitment 2022 || আশা কর্মী নিয়োগ


 



পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য নতুন চাকরির সুখবর। রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র এই পদে বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



পদটির নাম- আশা কর্মী।

মোট শূন্যপদ- ৭১ টি।

শিক্ষাগত যোগ্যতা- 
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।


বয়স- 
আপনার বয়স অবশ্যই হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।


আবেদনের পদ্ধতি- 
 অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর সেটি বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি খামে ভরে জমা করবেন সঙ্গে ৫ টাকার ডাকটিকিট সেঁটে দেবেন।

নিয়োগের স্থান- 
পুরুলিয়া জেলায়। এখানকার মোট ৫ টি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত গুলি তে নিয়োগ টি হবে। 
কোন ব্লকে কতগুলো শূন্যপদ রয়েছে তা নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিশ থেকে জানতে পারবেন।


নির্বাচন পদ্ধতি- 
মাধ্যমিক পরীক্ষার নম্বর দেখে মেরিট লিস্ট তৈরি হবে, এর পর হবে ইন্টারভিউয়। সর্বমোট ১০০ নম্বর অর্থাৎ মাধ্যমিক নম্বরের উপর 90% এবং ইন্টারভিউ তে 10% থাকবে।

তারিখ- 18/5/2022 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।


আবেদন ফী- 
সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।


প্রয়োজনীয় নথিপত্র:

১)শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ পত্র।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছেদের ডিভোর্স সার্টিফিকেট। বিধবাদের স্বামীর মৃত্যু শংসাপত্র।





Official Notice-


Official Website: 











Tuesday, May 3, 2022

100 দিনে কাজে (MGNREGS) পশ্চিমবঙ্গে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক (VLE) পদে প্রচুর নিয়োগ || WB VLE Recruitment 2022




 

##চাকরি প্রার্থীদের জন্য আমাদের রাজ্যে নতুন সুখবর। রাজ্যে আমার 100 দিনের কাজে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক(VLE ) পদে কর্মী হতে চলেছে। রাজ্যের 23 টি জেলার প্রতিটি চাকরি প্রার্থী (পুরুষ ও মহিলা) এখানে আবেদন করতে পারবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।



 
কোন পদে নিয়োগ হবে: 
100 দিনের কাজের (MGNREGS) জন্য গ্রুপ সি তথা Village Level Entrepreneur (VLE)  পদে নিয়োগ হবে।
 


শিক্ষাগত যোগ্যতা: 
আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তাছাড়া প্রার্থীর সঙ্গে থাকতে হবে কমপক্ষে ছয় মাস কম্পিউটার সার্টিফিকেট।

 

 
আবেদন কিভাবে করবেন: 
অফলাইনের মাধ্যমে এখানে আপনি করতে পারবেন। আপনাকে নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র টি ডাউনলোড করতে হবে। তারপর সেটির প্রিন্ট আউট করে ফর্ম ফিলাপ করে নেবেন। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দেবেন এবং সেটি খামে ভরে পোস্ট করবেন নীচে দেওয়া ঠিকানায়।

 




 
প্রার্থী নির্বাচন পদ্ধতি:
 কোনো লিখিত পরীক্ষা প্রার্থীদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে। প্রার্থী দের একটি মেরিট লিস্ট তৈরি হবে সেই লিস্টের ভিত্তি করেই চাকরি দেওয়া হবে। 


ইন্টারভিউ তারিখ: 
শুরু হবে 19/05/2022 তারিখ থেকে এবং চলবে 20/05/2022 তারিখ পর্যন্ত।
 
 
আবেদন কারীর বয়স: 
এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 18-35 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


 
বেতন: 
প্রতি মাসে আপনাকে 10,000/- টাকা মাইনে দেওয়া হবে।


তারিখ:
 আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে 06/05/2022 তারিখ পর্যন্ত।
 

 

আবেদনপত্র পাঠানোর স্থান: MGNREGA Cell of Pedong Development Block, Kalingpong

 



 
গুরুত্বপূর্ণ কি ডকুমেন্ট জমা করবেন:

1.আবেদনের ফর্ম
2.মাধ্যমিকের এডমিট কার্ড
3. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
4.পাসপোর্ট সাইজের ফটো
5.আধার কার্ড অথবা ভোটার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
7. কম্পিউটার সার্টিফিকেট

 





 
OFFICIAL NOTICE:-




OFFICIAL WEBSITE:-





পূর্ব বর্ধমান জেলায় পাওয়া গেল ময়ূরের ডিম, রয়েছে চুরি হওয়ার সম্ভাবনা || Peacock egg || WB news


 

পূর্ব বর্ধমান জেলায় আউশগ্রামের জঙ্গলে কিছু জায়গায় ময়ূরের ডিম দেখতে পাওয়া গিয়েছে। এই ডিম গুলোকে চুরির হাত থেকে বাঁচাতে রাজ্য সরকার পাহারার ব্যাবস্থা করেছেন। 



ময়ূরের ডিম বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ময়ূরের বংশবৃদ্ধি করতে এই ডিম গুলি পাহারা দেওয়া আবশ্যক। এই ডিমগুলি কেউ যাতে চুরি বা নষ্ট করতে না পারে তাই এই পাহারার কাজে নিযুক্ত হয়েছেন পূর্ব বর্ধমানের বনকর্মীরা।



মার্চ-এপ্রিল মাসে স্ত্রী ময়ূর সাধারণ চার থেকে সাতটি ডিম পাড়ে। ডিমগুলি রঙ হালকা বাদামি। সাধারণত ডিম ফুটে বাচ্চা হওয়ার পর্যায়ক্রম ২৬ থেকে ৩০ দিন। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে জঙ্গলের আশে পাশে থাকা আদিবাসীরা, গ্রামের অনেকেই শুকনো পাতা ও ডাল কুড়োতে নিয়মিত জঙ্গলে আসে। তাই যেখানে ডিমগুলো দেখা গেছে সেখানে পাতা ও ডাল কুড়ানোর কাজ আপাতত বন্ধ করা হয়েছে। ময়ূরের ডিম গুলিকে বাঁচিয়ে ময়ূরের বংশবৃদ্ধি করতেই এই পদক্ষেপ।

Monday, May 2, 2022

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্থায়ী পদে গ্রুপ-ডি পিয়ন নিয়োগ || punjab national bank recruitment 2022 || মাসিক বেতন 14,500 টাকা থেকে 28,145 টাকা

 




##পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন (Peon) পদে কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সার্কেলের ব্যাংক গুলি তে পিয়ন পদে কর্মী নিযুক্ত করা শুরু হয়েছে। বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল-


 

 


পদের নামঃ পিয়ন (Peon)


মাসিক বেতনঃ প্রতিমাসে 14,500 থেকে 28,145 টাকা বেতন পাবেন ‌ এছাড়া পাবেন অন্যান্য ফেসিলিটি।




 

বয়সঃ বয়স অবশ্যই 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। ST, SC, OBC সরকারি নিয়মে ছাড় পাবেন।


 


 

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ। এছাড়া ইংরেজি পড়া এবং লেখার ক্ষমতা থাকতে হবে। 



নিয়োগের স্থানঃ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার। তাই অবশ্যই আপনাকে এই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।



শুন্যপদঃ 11টি। পশ্চিম মেদিনীপুর (6) এবং ঝাড়গ্রাম জেলার(5)



আবেদন প্রক্রিয়াঃ


দরখাস্তের আকারে একটি ফর্ম বানিয়ে নিতে হবে। দরখাস্তে তে সমস্ত তথ্য দিতে হবে তা নীচে দেওয়া হল। এই দরখাস্তের দরকারি নথিপত্র সেঁটে দিতে হবে। একটি খামে ভরে খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

খামের উপর লিখতে হবে- ‘‘সাব অর্ডিনেট ক্যাডারে পিওন পদের জন্য দরখাস্ত’ ।



পাঠানোর ঠিকানাঃ


The Deputy Circle Head, Punjab Bank National Bank, Circle Office -Paschim Medinipur, HRD Dept, Sahid Kshudiram Bose Road, Berge Town, Medinipur, Pin - 721101



দরখাস্তে যেসমস্ত তথ্য দিতে হবেঃ


( ১ ) স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল , 


( ২ ) বয়স , শিক্ষাগত যোগ্যতা , কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল,


( ৩ ) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যয়িত নকল (যদি থাকে) , 


(৪) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো ( দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ) , 


(৫) পান কার্ড বা , আধার কার্ডের প্রত্যয়িত নকল ,


( ৬ ) নিজের নাম - ঠিকানা লেখা ও উপযুক্ত ডাকাটিকিট সাঁটা একটি খাম ।




শেষ তারিখঃ 10 মে, 2022



Official Website: 

________________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-

Facebook may be shut down, Mark Zuckerberg banned || Russia and Ukraine War News update


 


Since the start of the war between Russia and Ukraine, the United States, Canada and various Western countries have repeatedly imposed sanctions on Russia, blaming Russia in the eyes of the world.  Russia has retaliated by imposing sanctions.  Evidence that Russia has not complied with the ban was found in the new constitution, when it imposed a travel ban on others, including Kamala Harris and Mark Zuckerberg.  The Russian government's sanctions list includes a number of prominent Western figures, including the United States and Canada.

 A few days ago, we found out that the Russian government Mark Zuckerberg's Facebook and Instagram.

  They were banned in Russia under the guise of "extremist organizations."

   Russia's foreign ministry said in a statement that 29 Americans and 61 Canadians were on the list.  All of these individuals will be banned from traveling to Russia indefinitely.

Sunday, May 1, 2022

পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন লাইব্রেরিয়ান নিয়োগ, বেতন ৩৭ হাজার ৬০০ টাকা || WB Librarian Recruitment 2022 || WB job News || WBHRB Librarian Recruitment 2022




পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। এতদিন যারা লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে বলে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে  লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লোক এখানে আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-  



পদটির নাম- লাইব্রেরিয়ান (Librarian) 

মোট শুন্যপদ- 12 টি

মোট বেতন- 37,600 টাকা প্রতি মাসে। সঙ্গে গ্রেড পে।


আবেদন পদ্ধতি- প্রতিটি প্রার্থী অনলাইন এর  মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নীচে অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে নিন আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।


আবেদন মূল্য- সাধারণদের 160 টাকা। ST, SC দের কোনো আবেদন মূল্য লাগবে না।

বয়স-  প্রতিটি প্রার্থীর বয়স 18 - 39 বছর এর মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


শিক্ষাগত যোগ্যতা- আপনাকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সঙ্গে আপনার থাকতে হবে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিপ্লোমা।


নিয়োগ প্রক্রিয়া- আপনার অ্যাকাডেমিক স্কোর থেকে সর্ট লিস্ট করা হবে। তারপর হবে ইন্টারভিউ।


 
তারিখ- 
আবেদন শুরু হয়েছে 21.04.2022 তারিখে এবং আবেদন চলবে 05.05.2022 তারিখ পর্যন্ত।


Official Website-


Official notice-

Apply Now-


Friday, April 29, 2022

জেলার দপ্তরে বেঞ্চ ক্লার্ক (গ্রূপ-ডি) পদে নিয়োগ, বেতনে ১৪,৭৭০ টাকা || WB Bench Clark Recruitment 2022 || WB job news

 





পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। আবার বিভিন্ন জেলায় বেঞ্চ ক্লার্ক তথা গ্রূপ-ডি পোস্টে চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার নিয়োগ হবে উত্তর দিনাজপুর জেলায়। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


পদটির নাম- বেঞ্চ ক্লার্ক। (গ্রুপ - ড)

শূন্যপদ- ১ টি। (UR)


বয়স- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।


শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার সার্টিফিকেট।

বেতন-  ১৪,৭৭০ টাকা প্রতি মাসে।


আবেদন পদ্ধতি- অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্রটি পাবেন নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট তথা অফিসিয়াল নোটিশ থেকে। এটি ডাউনলোড করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সরাসরি জমা করবেন, পোস্টের মাধ্যমে।



গুরুত্বপূর্ণ নথি সমূহ:

১) বয়সের প্রমাণপত্র(Self Attested)
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট (Self Attested)
৩) ফটো


জমা দেওয়ার ঠিকানা-
 District Magistrate, Uttar Dinajpur, District Social Welfare Section, Office of the District Magistrate, Uttar Dinajpur, Raiganj at Karnajora,Pin- 733130


শেষ তারিখ- ০৬/০৫/২০২২ তারিখে বিকেল ৪ টে পর্যন্ত।



Official Notice:

Official Website: 

Thursday, April 28, 2022

রাজ্যে ICDS এ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ || WB ANGANWADI Helper, Worker Recruitment 2022 || ICDS Recruitment 2022



 


পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন সুখবর। ICDS তথা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি অষ্টম শ্রেণী পাশ কিংবা মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা বড় সুযোগ। নিয়োগ টি হবে পশ্চিমবঙ্গের কিছু ব্লকের শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।



পদের নাম:  অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।


শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ কিংবা মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।


বয়স:  18 থেকে 45 বছর। তবে এখানে 65 বছর পর্যন্ত আপনি চাকরি করার সুযোগ পাবেন।


নিয়োগ পদ্ধতি:  প্রথমে হবে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর হবে ইন্টারভিউ । সবশেষে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা টি হবে 90 নাম্বারের এবং10 নাম্বারের ইন্টারভিউ।

আবেদন পদ্ধতি: আপনাকে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করে ফর্মটি ফিলাপ করে বিডিও অফিসে জমা করতে হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ফর্মটির মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এ গিয়ে আবেদন করতে পারবেন।


তারিখ: কিছু কিছু জায়গায় 23/05/2022 তারিখ পর্যন্ত। কিছু কিছু জায়গায় 09/06/2022 তারিখ পর্যন্ত।


গুরুত্বপূর্ণ ডকুমেন্ট:

1. বয়সের প্রমাণপত্র (Self Attested)।

2. বাসিন্দা প্রমাণপত্র (Self Attested)।

3. কাস্ট সার্টিফিকেট ।

4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

5. পাসপোর্ট সাইজের ফটো 3 কপি।

6. ভোটার কার্ড




OFFICIAL NOTICE: 


OFFICIAL WEBSITE: 



______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-


বন্ধ হতে পারে ফেসবুক, মার্ক জুকারবার্গ এর উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল || Russia and Ukraine War News update


 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন পশ্চিমের দেশ রাশিয়াকে বিশ্বের চোখে দোষী সাব্যস্ত করে দফায় দফায় রাশিয়ার বিরুদ্ধে  নিষেধাজ্ঞা জারি করে চলেছে। এই  নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়া যে নিরবে এই নিষেধাজ্ঞা মেনে নেইনি তারই প্রমাণ পাওয়া গেল যখন নতুন পদক্ষেপ হিসেবেই কমলা হ্যারিস, মার্ক জুকেরবার্গ-সহ অন্যদের উপর ভ্রমণের নিষেধাজ্ঞা চাপাল। রাশিয়া সরকারের এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন পশ্চিমি দেশের বেশ কিছু খ্যাতিমান ব্যক্তির নাম রয়েছে।

 
 

কিছু দিন আগেই আমরা জানতে পেরেছিলাম রাশিয়া সরকার মার্ক জুকেরবার্গের ফেসবুক ও ইনস্টাগ্রাম  
 'উগ্রপন্থী প্রতিষ্ঠান' এর তকমা দিয়ে রাশিয়াতে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করেছিল।



      রাশিয়ার মন্ত্রণালয় থেকে  সাম্প্রতিক জানা গেছে এই নতুন ভ্রমণ-নিষেধাজ্ঞাতে  থাকা ব্যক্তিদের লিস্টে রয়েছেন ২৯ জন আমেরিকান, ৬১ জন কানাডিয়ান। রাশিয়া ভ্রমণে এই সমস্ত ব্যাক্তিদের উপর  অনির্দিষ্টকালের জন্য  নিষেধাজ্ঞা জারি থাকবে।

Wednesday, April 27, 2022

রাজ্যে 13,000 শূন্যপদে ক্লার্ক, গ্রুপ ডি ও সি পদে নিয়োগ || WB Group c, Group d and Clark Recruitment 2022 || WB job news 2022





পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার নতুন নিয়োগ হতে চলেছে গ্রুপ সি, গ্রুপ ডি ও ক্লার্ক পদে। শুধু মাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন।
প্রায় ১৩ হাজার পদে বিভিন্ন বিভাগে নিয়োগ হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


যে সমস্ত পদে নিয়োগ হবে-

1. গ্রুপ সি ( Field Assistant, Foreman, Fieldman,  Section Soil Conservation Field Assistar Worker Jr., Section Asstt, Agriculture or equiv Extension Assistant )

2. গ্রুপ ডি (Group d)

3. ক্লার্ক কর্মী নিয়োগ (Cashier / Accountant  / Jr . Asstt./ Stenographer / LDA)



মোট শূন্যপদ : প্রায় 13,000 পদ। Group-d (1100), Group-c (3700), Clark (8200).


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন। তবে কিছু কিছু পোষ্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ হতে হবে। এছাড়া লাগবে কম্পিউটার সার্টিফিকেট।


 বয়স : বয়স হতে ১৮-৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি- 

অনলাইন এর মাধ্যমে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। নীচে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করুন। 
 

 তারিখ : আবেদনের শেষ তারিখ ৩০শে মে।


নিয়োগ প্রক্রিয়া: এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। নিয়োগটি হবে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে। এর পর বের হবে মেরিট লিস্ট, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।  


প্রয়োজনীয় ডকুমেন্ট:

1. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
2. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
3. পাসপোর্ট ছবি
4. কম্পিউটার সার্টিফিকেট




______________________________________________


Tuesday, April 26, 2022

বহির্বিশ্বে সাংকেতিক আমন্ত্রণে নাসার বিজ্ঞানীরা তৎপর, এলিয়েনের হামলার ভয় পাচ্ছেন || NASA alien News || এলিয়েনের খোঁজে নাসার বিজ্ঞানীরা


 




বহির্বিশ্ব এ অন্য সভ্যতার খোঁজ করে চলেছেন নাসার বিজ্ঞানীরা। অন্যান্য বিজ্ঞানীদের আশঙ্কা হচ্ছে, নাসার এই কৌতূহল প্রিয়তা পৃথিবীতে বিপদের ছাপ ফেলতে পারে।  


এলিয়েন তথা ভিনগ্রহীদের খোঁজে বাইরের জগতে সাংকেতিক ভাবে আমন্ত্রণবার্তা পাঠাতে চলেছে নাসা। এই সাংকেতিক বার্তা খুব শীঘ্রই পৌঁছে যাবে ছায়াপথের বিভিন্ন স্থানে। এলিয়েন গবেষকদের অনেকেই মনে করছেন নাসার এই পদক্ষেপ আমাদের পৃথিবীকে বিপদের মুখে টেনে আনতে পারে।


আমরা দেখেছি নাসা অনেক বারই দাবি এনেছে সৌরজগতের বাইরেও অন্য একটি জগৎ আছে, এই জগতে রয়েছে মানুষের মতোনই বুদ্ধিমান প্রাণী। এই সন্দেহটিকে বাস্তবায়িত করার জন্যই নাসার বিজ্ঞানীরা ঠিক করেছেন পৃথিবীর বাইরের জগতে সাংকেতিক আমন্ত্রণ বার্তা পাঠাবে।  

মহাকাশ বিজ্ঞানীদের তরফ থেকে তার জানতে পারি, ১৯৭৪ সালে মহাকাশে এই ধরনের সাংকেতিক বার্তা আগেও পাঠানো হয়েছিল। সাহায্য নেওয়া হয়েছিল রেডিয়ো টেলিস্কোপের। কিন্তু কোনো কিছুর আভাস পাওয়া যায়নি। তাই নাসার এই পদক্ষেপকে অন্যান্য এলিয়েন বিষয়ক গবেষকের একাংশ এটাকে পৃথিবীর কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন।